পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম এর স্কুল-মাদ্রাসা-কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG-MMAG-GBAG) এর অর্থ ব্যয়ের পূন: নির্দেশনা প্রদান প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (১৯/১২/২০২৩)
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম এর স্কুল-মাদ্রাসা-কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG-MMAG-GBAG) এর অর্থ ব্যয়ের পূন: নির্দেশনা প্রদান প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (১৯/১২/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম,
এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা।
E-mail: pbgsedp2021@gmail.com
স্মারক: পিবিজিএসআই/ এসইডিপি/এসএমএজি/৪৪/২০২৩/৪৪৫
তারিখ: ১৮/১২/২০২৩খ্রি.
বিষয়: পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম এর "স্কুল/ মাদ্রাসা/ কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG/MMAG/GBAG)" এর অর্থ ব্যয়ের পুন: নির্দেশনা প্রদান প্রসঙ্গে।
১. সূত্র: পিবিজিএসআই/ এসইডিপি/এসএমএজি/৪৪/২০২৩/৪৪১ তারিখ: ১৪/১২/২০২৩খ্রি.
২. সূত্র: ৩৭,০০,০০০০.০৮১,৩৬.০০৪.২০ (অংশ)-৩৬০;
তারিখ: ১৩/১২/২০২৩ খ্রি.
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের "স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG/MMAG/GBAG)" হিসেবে ২০২৩-২৪ অর্থবছরে ২৫০০টি প্রতিষ্ঠানকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা করে অনুদান দেওয়া হয়। ১ নং সূত্রানুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অনুদানের ৫,০০,০০/- (পাঁচ লক্ষ) টাকার পূর্নাঙ্গ হিসাব (বিল ভাউচারের ফটোকপিসহ) ৩০ মার্চ ২০২৪ এর মধ্যে স্কিম অফিসে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এবং নতুন কারিকুলাম প্রশিক্ষণের কারনে বিল ভাউচার স্কিম অফিসে জমাদানের তারিখটি পিছিয়ে ৩০ এপ্রিল ২০২৪ নির্ধারন করা হলো। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, উন্নয়ন-১ শাখা কর্তৃক ২ নং সূত্রানুযায়ী জারিকৃত পত্রের নিম্নবর্ণিত নির্দেশনা অনুযায়ী অনুদানের অর্থ খরচ করে বিল ভাউচারের ফটোকপিসহ (অব্যয়িত অর্থের চালানের কপিসহ) পূর্ণাঙ্গ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার হিসাব আগামী ৩০ শে মার্চ ২০২৪ খ্রি. এর পরিবর্তে ৩০ এপ্রিল ২০২৪ এর মধ্যে স্কিম অফিসে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
শর্তসমূহ:
ক। সকল ক্রয়ের ক্ষেত্রে সরকারি 'ক্রয় আইন (PPA-2006)' ও 'সরকারি ক্রয় বিষি (PPR-2008)', 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাব দিহি সংক্রান্ত নীতিমালা-২০২৩'ও অন্যান্য আর্থিক বিধি বিধান যথাযথ অনুসরণ করতে হবে।
খ। সকল ব্যয়ের প্রযোজ্য ক্ষেত্রে যথাযথ VATও IT প্রদান করতে হবে। শিক্ষকদের সম্মানীর ক্ষেত্রে বিধি অনুযায়ী IT কর্তন করতে হবে।
গ। অনুদান গ্রহণের পর উল্লিখিত ব্যয়বিভাজন অনুসরণপূর্বক প্রতিষ্ঠানের প্রকৃত চাহিদা বিবেচনা করে উপর্যুক্ত ব্যয় শিরোনামের বিপরীতে SMC/MMC/GB অর্থ বরাদ্দ করে রেজুলেশনভুক্ত করবে। অর্থ ব্যয়ের পর পূর্ণাঙ্গ খরচের হিসাবসহ বিল-ভাউচার সংরক্ষণ করবে এবং USEO/TSEO এর মাধ্যমে এককপি প্রত্যায়িত অনুলিপি স্কিম কার্যালয়ে প্রেরণ করবে।
ঘ। সকল ক্রয়ের স্টক রেজিস্ট্রার ও ক্যাশবহি সংরক্ষণ করতে হবে।
৪। অর্থব্যয়ের বিধিবিধান যথাযথ পালন করতে হবে। কোনোক্রমেই উপরে বর্ণিত এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না।
স্বাক্ষরিত
(প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ)
স্কিম পরিচালক
ফোনঃ ০১৭১২-১৫২৮৫৮
তারিখ: ১৮/১২/২০২৩খ্রি
DSHE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...