মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ব্যস্তবায়নাধীন ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম’-এর আওতায় বিতরণকৃত “স্কুল-কলেজ-মাদ্রাসা ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG-MMAG-GBAG)” এর খাতভিত্তিক অর্থ ব্যয় নিশ্চিতকল্পে মনিটরিংয়ের উদ্দেশ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহনে দিক নির্দেশনামূলক সভা প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (১৯/১২/২০২৩)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ব্যস্তবায়নাধীন ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম’-এর আওতায় বিতরণকৃত “স্কুল-কলেজ-মাদ্রাসা ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG-MMAG-GBAG)” এর খাতভিত্তিক অর্থ ব্যয় নিশ্চিতকল্পে মনিটরিংয়ের উদ্দেশ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহনে দিক নির্দেশনামূলক সভা প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (১৯/১২/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম
সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।
ফোন নম্বর: ০২-২২৬৬৩৭৩০০, E-mail: pbgscdp2021@gmail.com
স্মারক নং-পিবিজিএসআই/এসইডিপি/মাঠ পর্যায়ে যোগাযোগ/১৮/২০২১/৪৪৭
তারিখ: ১৯/১২/২০২৩খ্রি.
বিষয়: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম'- এর আওতায় বিতরণকৃত "স্কুল/কলেজ/মাদ্রাসা ব্যাবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG/MMAG/GBAG)"-এর খাতভিত্তিক অর্থ ব্যয় নিশ্চিতকল্পে মনিটরিংয়ের উদ্দেশ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে দিক নির্দেশনামূলক সভা প্রসঙ্গে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "পারফরমেন্স বেজড গ্ল্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)" স্কিমের আওতায় সারাদেশে প্রথম পর্যায়ে ৫০০০ (পাঁচ হাজার) ও দ্বিতীয় পর্যায়ে ২৫০০ (আড়াই হাজার) প্রতিষ্ঠানে "স্কুল/কলেজ/মাদ্রাসা জবাবদিহি অনুদান (SMAG/MMAG/GBAG)" হিসেবে প্রতি প্রতিষ্ঠানে ৫ (পাঁচ) লক্ষ টাকা প্রদান করা হয়েছে। বিতরণকৃত অনুদানের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত ব্যয় বিভাজন ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। প্রতিষ্ঠানসমূহে অনুদানের টাকার খাতভিত্তিক ব্যবহার মনিটরিংয়ের উদ্দেশ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনলাইনে অঞ্চলভিত্তিক দিক নির্দেশনামূলক দু'টি সভার আয়োজন করা হয়েছে। উক্ত দুটি সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) ও এসইডিপি-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং এন্ড ইভালুয়েশান উইং-এর পরিচালক প্রফেসর মোঃ আমির হোসেন ও সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকবৃন্দ। সভায় সভাপতিত্ব করবেন পিবিজিএসআই-এর স্কিম পরিচালক প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ।
উল্লিখিত সভায় নিম্নোক্ত ছকের সিডিউল অনুযায়ী সংশ্লিষ্ট অঞ্চলের অঞ্চল পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
স্বাক্ষরিত
প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ
স্কিম পরিচালক,
ফোনঃ ০২-২২৬৬৩৭৩০০
DSHE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...