৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচি সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২৮/১২/২০২৩)
৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচি সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২৮/১২/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
শারীরিক শিক্ষা বিভাগ
বাংলাদেশ, ঢাকা।
www.dshe.gov.bd
স্মারক নং-৩৭.০২,০০০০.১১২.৩১.০২.১৫/১৫৫৫/৬8
তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৩ খ্রি.
বিষয়: ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সময়সূচি।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ২১ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদ সভার সিদ্ধান্ত মোতাবেক ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী (শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা/থানা, জেলা, উপ-অঞ্চল, অঞ্চল ও জাতীয়) প্রতিষ্ঠান হতে জাতীয় পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত হবে।
৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযেগিতার সময়সূচি
৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট
১। অ্যাথলেটিকস
(ক) বালক বড় গ্রুপ
একক
(১) ১০০ মিটার দৌড় (২) ২০০ মিটার দৌড় (৩) ৪০০ মিটার দৌড় (৪) ৮০০ মিটার দৌড় (৫) ১৫০০ মিটার দৌড় (৬) বর্শা নিক্ষেপ (৭) দীর্ঘ লক্ষ (৮) উচ্চ লম্ফ (৯) লাফ ধাপ ও ঝাপ (১০) চাকতি নিক্ষেপ (১১) গোলক নিক্ষেপ (১২ পা) (১২) দন্ড যোগে উচ্চ লাফ (পোল ভল্ট) (১৩) দড়ি লাফ (১৪) ৪x২০০ মিটার যোগাযোগ দৌড়।
(খ) বালক মধ্যম গ্রুপ
(১) ১০০ মিটার দৌড় (২) ২০০ মিটার দৌড় (৩) ৪০০ মিটার দৌড় (৪) দীর্ঘ লক্ষ (৫) উচ্চ লক্ষ (৬) লাফ, ধাপ ও ঝাপ (৭) গোলক নিক্ষেপ (৬ পা) (৮) দড়ি লাফ (৯) ৪×১০০ মিটার যোগাযোগ দৌড়।
(গ) বালিকা বড় গ্রুপ
(১) ১০০ মিটার দৌড় (২) ২০০ মিটার দৌড় (৩) দীর্ঘ লক্ষ (৪) উচ্চ লক্ষ (৫) গোলক নিক্ষেপ (৮ পা) (৬) বর্শা নিক্ষেপ (৭) চাকতি নিক্ষেপ (৮) দড়ি লাফ (৯) ৪×১০০ মিটার যোগাযোগ দৌড়।
(ঘ) বালিকা মধ্যম গ্রুপ
(১) ১০০ মিটার দৌড় (২) ২০০ মিটার দৌড় (৩) দীর্ঘ লক্ষ (৪) উচ্চ লক্ষ (৫) বর্শা নিক্ষেপ (৬) দড়ি লাফ (৭) ৪×১০০ মিটার যোগাযোগ দৌড়।
দলীয়
০২। হকি (ছাত্র ও ছাত্রী) ০৩। ক্রিকেট (ছাত্র ও ছাত্রী) ০৪। বাস্কেটবল (ছাত্র ও ছাত্রী) ০৫। ভলিবল (ছাত্র ও ছাত্রী) ০৬। ব্যাডমিন্টন একক ও দ্বৈত (ছাত্র ও ছাত্রী) ০৭। টেবিল টেনিস একক ও দ্বৈত (ছাত্র ও ছাত্রী) ০৮। সাইক্লিং (ছাত্র ও ছাত্রী)
DSHE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...