৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ও আচরণিক মূল্যায়ণের রিপোর্ট কার্ড বিতরণ প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (২৭/১২/২০২৩)
৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ও আচরণিক মূল্যায়ণের রিপোর্ট কার্ড বিতরণ প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (২৭/১২/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
বেসরকারি মাধ্যমিক শাখা
www.dshe.gov.bd
স্মারক নম্বর: ৩৭,০২,০০০০,১০৭,২২.০০২.২৩,৭৭০
১২ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ
তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
বিষয: ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ও আচরণিক মূল্যায়ণের রিপোর্ট কার্ড বিতরণ প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নতুন জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুসারে ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের 'পারদর্শিতা নির্দেশক' (PI) ও 'আচরণিক নির্দেশক' (BI) সংক্রান্ত ডাটা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান সফলভাবে "নৈপুন্য অ্যাপ" এ ইনপুট দিয়ে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ও আচরণিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট এবং রিপোর্ট কার্ড তৈরি করে ডাউনলোড ও প্রিন্ট করতে সক্ষম হয়েছে। কিন্তু যে সকল শিক্ষা প্রতিষ্ঠান "নৈপূণ্য অ্যাপ" ব্যবহার করে এখনো রিপোর্ট কার্ড প্রস্তুত করতে পারেননি, সে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আপাতত "ম্যানুয়ালি" রিপোর্ট কার্ড প্রস্তুত করে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে মূল্যায়নের পদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে শিক্ষার্থীদের হাতে রিপোর্ট কার্ড হস্তান্তর করতে হবে। তবে, আপাতত শিক্ষার্থীদের ম্যানুয়ালি প্রস্তুতকৃত "রিপোর্ট কার্ড" হস্তান্তর করা হলেও উক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে "নৈপুন্য অ্যাপ" ব্যবহার করেই মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।
স্বাক্ষরিত
এস এম জিয়াউল হায়দার হেনরী
সহকারী পরিচালক-২
DSHE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...