শুন্য পদের তথ্য প্রেরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২৬/১১/২০২৩)
শুন্য পদের তথ্য প্রেরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২৬/১১/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
www.dshe.gov.bd
স্মারক নং-৩৭.০২.০০০০.১০১.১১.০০৫.২৩-২৪৩
তারিখ: ২৬/১১/২০২৩ খ্রি:
বিষয়: শূন্য পদের তথ্য প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শুন্যপদে ১৯ ও ২০ গ্রেডধারী কর্মচারী পদায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত ছক মোতাবেক শুন্যপদের তথ্যাদি আগামী ৩০/১১/২০২৩ খ্রি. তারিখের মধ্যে dshere2020@gmail.com ই-মেইলে সফট কপি এবং ০১(এক) সেট হার্ডকপি প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
"বিষয়টি অতিব জরুরি"
তথ্য ছক
স্বাক্ষরিত
(বিপুল চন্দ্র বিশ্বাস)
উপপরিচালক (সা: প্র:)
ফোন: ০২২২৩৩৫১০৪৯
No comments
Your opinion here...