এইচএসসি পরীক্ষা ২০২৩ এর ফল পুনঃ নিরীক্ষণের নিয়মাবলি
Views
এইচএসসি পরীক্ষা ২০২৩ এর ফল পুনঃ নিরীক্ষণের নিয়মাবলি
আবেদনের সময়কালঃ ২৭/১১/২০২৩ থেকে ০৩/১২/২০২৩ পর্যন্ত।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
www.dhakaeducationboard.gov.bd
এইচএসসি পরীক্ষা ২০২৩-এর ফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি:
আবেদন করার তারিখ: ২৭/১১/২০২৩ থেকে ০৩/১২/২০২৩
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 হলে এবং পরীক্ষার্থী আবেদন করতে চাইলে Message অপশনে RSC dha 123456 174 লিখে Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা এবং একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উল্লেখ্য পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়/পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের/পত্রের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> dha <Space> Roll Number <Space> 174, 175, 176, 177 লিখতে হবে।
প্রতি পত্রের জন্য আবেদন ফি ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা।
> দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রেই আবেদন করতে হবে।
ম্যানুয়াল কোন আবেদন গ্রহণ করা হবে না।
No comments
Your opinion here...