ad

৪ জন সহকারী শিক্ষকের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড চলমান কোর্সে ভর্তির কারণ ব্যাখ্যা প্রদান সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০১/১০/২০২৩)

Views

 


৪ জন সহকারী শিক্ষকের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড চলমান কোর্সে ভর্তির কারণ ব্যাখ্যা প্রদান সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০১/১০/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর 

বাংলাদেশ, ঢাকা। প্রশিক্ষণ শাখা 

www.dshe.gov.bd


স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১১০.৪৬.০১৫.২২.১৮২৩

১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ 

০১ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ:

বিষয়: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এড চলমান কোর্সে ভর্তির কারণ ব্যাখ্যা প্রদান।

সূত্র: 4096. ০৬ আগস্ট ২০২৩

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারিকরণকৃত বিদ্যালয়ের নিম্নবর্ণিত সহকারী শিক্ষকগণ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এড চলমান কোর্সে ভর্তির অনুমতি চেয়ে আবেদন করেছেন।


আবেদনকারীগণকে এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় ভর্তির রেজুলেশনের কপিতে দেখা যায় ২০২০ ব্যাচে বিএড কোর্স সম্পন্ন করার অনুমতি প্রদান করা হয় ০৯/০৭/২০২৩ তারিখে। ভর্তির অনুমতি কেন দীর্ঘদিন পরে নেয়া হলো তার কারণ ব্যাখ্যাসহ ভর্তির হওয়ার সময় কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়েছিল কিনা তার জবাব এবং তাদের অনার্স ও মাস্টার্স এর সার্টিফিকেট প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


স্বাক্ষরিত


ড. নীহার পারভীন

সহকারী পরিচালক-৪

02-41050618

dir-training@dshe.gov.bd



DSHE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.