উপবৃত্তি শিক্ষার্থী ট্রান্সফারকরণ সংক্রান্ত আপডেট (02/10/2023)
Views
উপবৃত্তি শিক্ষার্থী ট্রান্সফারকরণ সংক্রান্ত আপডেট (02/10/2023)
ট্রান্সফারকরণ অপশন চালু করা হয়েছে, তবে ডাটা দেখা যাবে না। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর অথবা অভিভাবকের এনআইডি নম্বর (অবশ্যই ইংরেজিতে) লিখে খুজুন বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ট্রান্সফার করতে হবে।
ক্লাস্টারে প্রেরণ পেন্ডিং, ক্লাস্টারে যাচাই-বাছাই পেন্ডিং এবং উপজেলায় অনুমোদন পেন্ডিং ডাটা ট্রান্সফার অপশনে দেখাবে না এবং ট্রান্সফার করা যাবে না।
কৃতজ্ঞতা :
জনাব জিয়াউল কবীর সুমন
শিক্ষা অফিসার
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
উপবৃত্তি পোর্টালের ট্রান্সফার সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
অদ্য বিকাল ০৪:০০ টা থেকে শিক্ষার্থী ট্রান্সফারকরণ অপশন চালু করা হয়েছে।
তবে এই অপশনে প্রবেশ করলে প্রথমত কোন ডাটা দেখা যাবে না।
যে শিক্ষার্থীকে ট্রান্সফার করা হবে সে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর অথবা অভিভাবকের এনআইডি নম্বর লিখে খুজুন বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ডাটা উক্ত অপশনে
প্রদর্শিত হবে। অত:পর বামপার্শের চেকবস্ক সিলেক্ট করে ট্রান্সফার করতে হবে।
উল্লেখ্য যে, নতুন এন্ট্রিকৃত ডাটা এবং ট্রান্সফার গ্রহণের মাধ্যমে গ্রহণকৃত ডাটা ইউইও কর্তৃক অনুমোদিত না হলে (অর্থাৎ-ক্লাস্টারে প্রেরণ পেন্ডিং, ক্লাস্টারে যাচাই-বাছাই পেন্ডিং এবং উপজেলায় অনুমোদন পেন্ডিং থাকলে) ট্রান্সফারকরণ অপশনে প্রদর্শিত হবে না এবং ট্রান্সফার করা যাবে না।
* যে বিদ্যালয় থেকে যে শিক্ষার্থীকে ট্রান্সফার করা হবে সে শিক্ষার্থীকে আবার ঐ একই বিদ্যালয়ে পুনরায় গ্রহণ করা যাবে না ।
• অন্য বিদ্যালয় থেকে ট্রান্সফারকৃত শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ করা যাবে।
• ট্রান্সফার গ্রহণকৃত সকল ডাটা অবশ্যই ক্লাস্টারে তালিকা জমাদান অপশন থেকে ক্লাস্টারে প্রেরণ করতে হবে এবং ক্লাস্টারে যাচাই-বাছাই ও উপজেলায় অনুমোদন করতে হবে।
• ভুলক্রমে ট্রান্সফারকৃত শিক্ষার্থীদের গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর, শ্রেণি, রোল এবং বিদ্যালয়ের নাম, ইএমআইএস কোড, ক্লাস্টার, উপজেলা, জেলার নাম উপবৃত্তি বিভাগের বিভাগীয় গ্রুপে প্রেরণ করুন।
আইবাস++ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ০২/১০/২০২৩খ্রি.
No comments
Your opinion here...