২ (দুই) বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষায় ৪+ ও ৫+ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য প্রেরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (৩১/০৮/২০২৩)
২ (দুই) বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষায় ৪+ ও ৫+ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য প্রেরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (৩১/০৮/২০২৩)
2 years pre-primary student admission information.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: 38.01.0000.400 32.001.21.18
তারিখ: ১৬ ভাদ্র ১৪৩০
৩১ আগস্ট ২০২৩
বিষয়: ২ (দুই) বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষায় ৪+ ও ৫+ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য প্রেরণ।
সূত্র: 38.01.0000.400,32.001.21.20 তারিখ: 20.02.2023
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, 2023 শিক্ষাবর্ষে ৪ ও ৫+ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য নিম্নোক্ত ছক মোতাবেক চাওয়া হয়েছিল। উক্ত পত্র প্রেরণের দীর্ঘ ০৬ মাস অতিবাহিত হলেও অদ্যাবধি শুধুমাত্র ২০টি জেলা হতে তথ্য পাওয়া গিয়েছে। অবশিষ্ট ৪৬টি জেলা হতে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি যা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত।
২। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ উপজেলা থেকে তথ্য সংগ্রহপূর্বক সমন্বিত করে জেলাভিত্তিক তথ্য প্রেরণ করবেন। কোনো অবস্থাতেই একক উপজেলার তথ্য প্রেরণ করা যাবে না।
৩। এমতাবস্থায়, ০৫/০৯/২০২৩ তারিখের মধ্যে (Excel এ Nikish Font ) এ dpepreprimary@ gmail.com এই ই-মেইল ঠিকানায় নিম্নোক্ত ছক মোতাবেক তথ্য প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
৪। নির্ধারিত সময়ে তথ্যাদি পাওয়া না গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
স্বাক্ষরিত
মনীষ চাকমা পরিচালক (পলিসি এন্ড অপারেশন)
No comments
Your opinion here...