ad

প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্বাচিত গানের লিরিক এমপিথ্রি mp3 অডিও সহ ১৩টি গান।

Views

 


প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্বাচিত গানের লিরিক এমপিথ্রি mp3 অডিও সহ ১৩টি গান।

1. Dhono dhanno puspo vora song and lyric ধন ধান্য পুষ্প ভরা গান ও গানের কথা

ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
ওসে স্বপ্ন দিয়ে তৈরী সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজান এমন ধারা,
কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে,
ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।
এতো স্নিগ্ধ নদী তাহার, কোথায় এমন ধূম্র পাহাড়,
কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে,
এমন ধানের উপর ঢেউ খেলে যায়, বাতাস তাহার দেশে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।
পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি,
গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধেয়ে,
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।
ভাইয়ের মায়ের এতো স্নেহ, কোথায় গেলে পাবে কেহ,
ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,

MP3 Download

2. Rokto diye naam lekhesi Bangladesher naam song and lyric

রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম
রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম
মুক্তি ছাড়া তুচ্ছ মোদের
মুক্তি ছাড়া তুচ্ছ মোদের
এই জীবনের নাম
এই জীবনের নাম।।
সংকটে আর সংঘাতে
আমরা চলি সব এক সাথে
সংকটে আর সংঘাতে
আমরা চলি সব এক সাথে
জীবন মরন পণ করে সব
জীবন মরন পণ করে সব
লড়ছি অবিরাম।।

রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেবো রক্ত দেবো রক্ত দেবো
রক্তের প্রতিশোধ আমরা নেবোই নেবো নেবোই নেবো নেবোই নেবো
ঘরে ঘরে আজ দূর্গ গড়েছি বাংলার সন্তান
সইবো না মোরা সইবো না আর জীবনের অপমান অপমান অপমান
জীবন জয়ের গৌরবে
নতুন দিনের সৌরভে
মুক্ত স্বাধীন জীবন গড়া
মোদের মনস্কাম
বাংলাদেশের নাম।।

MP3 Download

 3. Anondoloke mongolaloke birajo sotto sundoro song and lyric


আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে,
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে ॥
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে ॥
ধরণী'পরে ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
ফুলপল্লব-গীতবন্ধ-সুন্দর-বরনে ॥
বহে জীবন রজনীদিন চিরনূতনধারা,
করুণা তব অবিশ্রাম জনমে মরণে ॥
স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ,
কত সান্ত্বন করো বর্ষণ সন্তাপহরণে ॥
জগতে তব কী মহোৎসব, বন্দন করে বিশ্ব
শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভয়শরণে ॥

MP3 Download

 

4. Ei sundor ful sundor fol song and lyric 


এই সুন্দর ফুল, সুন্দর ফল,আর
মিঠা নদীর পানি,খোদা তোমার মেহেরবানী।
খোদা..তোমার মেহেরবানী ।২
তুমি কতই দিলে..রতন
ভাই বেরাদার পুত্র স্বজন।২
ক্ষুধা পেলে অন্ন জোগাও।২
মানি চাইনা মানি..
খোদা! তোমার মেহেরবানী ।২
খোদা!.তোমার হুকুম তরক করি, আমি প্রতি পায়
তবু আলো দিয়ে,বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায় ।
শ্রেষ্ঠ নবী দিলে মোরে
তরিয়ে নিতে রোজ- হাশরে।
পথ না ভুলি তাই তো দিলে
পাক কোরানের বাণী..
খোদা!..তোমার মেহেরবানী
এই সুন্দর ফুল, সুন্দর ফল, আর
মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানী।
খোদা..তোমার মেহেরবানী
তোমার মেহেরবানী
খোদা..তোমার মেহেরবানী.

MP3 Download

 5. chol chol chol song and lyric


চল্‌ চল্ চল্
ঊর্দ্ধ গগনে বাজে মাদল,
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল্‌ রে চল্‌ রে চল্‌
চল্‌ চল্ চল্ ।।
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটিব তিমির রাত
বাঁধার বিন্ধ্যা চল।।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল।।
চলরে নওজোয়ান,
শোনরে পাতিয়া কান
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে
জীবনের আহ্বান
ভাঙ্গরে ভাঙ্গ আগল
চল্‌ রে চল্‌ রে চল্‌
চল্‌ চল্ চল্।।

 MP3 Download

6. nijer hate kaz koro song and lyric

নিজের হাতে কাজ করো
কাজ তো ঘৃণার নয়
কাজের মাঝে হয় মানুষের
সত্য পরিচয়।
কাজকে ঘৃণা করে যারা
সুনাম কভু পায় না তারা। (২)
কাজ করে তাই অনেক মানুষ,
নামি দামি হয়। 
খোদার হাবিব মোদের নবি
কাজ করে নিজ হাতে 
শ্রমের মর্যাদা দিতেন 
সন্দেহ নেই তাতে।।
মানুষ তো অমর ভবে
কাজটা শুধুই বেঁচে রবে।
কাজের মাঝে মরেও 
অমর জগৎময়।।

 MP3 Download

7. Allah megh de pani de chaya de song and lyric


বেলা দ্বি প্রহর, ধু ধু বালূচর
ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর...
বেলা দ্বি প্রহর, ধু ধু বালূচর
ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর...
আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আসমান হইল টুটাটুটা জমিন হইল ফাটা,
আসমান হইল টুটা টুটা জমিন হইল ফাটা।
মেঘ রাজা ঘুমাইয়া রইছে মেঘ দিব তোর কেডা।
আল্লাহ মেঘ দে, পানি দে পানি,
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে, পানি দে পানি,
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
ফাইটা ফাইটা রইছৈ যত খালা বিলা নদী,
ফাইটা ফাইটা রইছৈ যত খালা বিলা নদী।
পানির লাইগা কাইন্দা ফিরে পঙ্খী জলদি
আল্লাহ মেঘ দে, পানি দে পানি,
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।

আল্লাহ মেঘ দে, পানি দে পানি,
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
খালের গরু বাইন্ধা, গিরোস মরে কাইন্দা,
খালের গরু বাইন্ধা, গিরোস মরে কাইন্দা,
খাওয়ার পানে ছটো-পডো নাড়ী আণ্টী কোরে।
আল্লাহ মেঘ দে, পানি দে পানি,
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
কপোত কপোতি কাদে কূপেতে বসিয়া,
কপোত কপোতি কাদে কূপেতে বসিয়া
শুকনা ফুরের কলি পড়ে ঝড়িয়া ঝড়িয়া।
আল্লাহ মেঘ দে, পানি দে পানি,
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে, পানি দে পানি,
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।

 MP3 Download

8. we shall overcome song and lyric



We shall overcome,
We shall overcome,
We shall overcome, some day.
Oh, deep in my heart,
I do believe
We shall overcome, some day.
We'll walk hand in hand,
We'll walk hand in hand,
We'll walk hand in hand, some day.
Oh, deep in my heart,
We shall live in peace,
We shall live in peace,
We shall live in peace, some day.
Oh, deep in my heart,
We shall all be free,
We shall all be free,
We shall all be free, some day.
Oh, deep in my heart,
We are not afraid,
We are not afraid,
We are not afraid, TODAY
Oh, deep in my heart,
We shall overcome,
We shall overcome,
We shall overcome, some day.
Oh, deep in my heart,
I do believe
We shall overcome, some day.

 


9. amra korbo joy amra korbo joy ekdin song and lyric

আমরা করবো জয়!
আমরা করবো জয়!
আমরা করবো জয়!
একদিন...
আহা বুকের গভিরে আছে প্রত্যয়
আমরা করবো জয়!একদিন...
আমরা করবো জয়!
আমরা করবো জয়!
আমরা করবো জয়!একদিন...
আহা বুকের গভিরে আছে প্রত্যয়
আমরা করবো জয়!
একদিন...
একদিন সূর্যের ভোর
একদিন স্বপ্নের ভোর
একদিন সত্যের ভোর আসবেই...
এই মনে আছে বিশ্বাস
আমরা করি বিশ্বাস
সত্যের ভোর আসবে একদিন...
একদিন সূর্যের ভোর
একদিন স্বপ্নের ভোর
একদিন সত্যের ভোর আসবেই...
এই মনে আছে বিশ্বাস
আমরা করি বিশ্বাস
সত্যের ভোর আসবে একদিন...
আর নয় ধ্বংশের গান
জনতার ঐকতান
সৃষ্টির সুরে হবে গান একদিন...
এই মনে আছে বিশ্বাস
আমরা করি বিশ্বাস
সৃষ্টির সুরে হবে গান একদিন...
আর নয় ধ্বংশের গান
জনতার ঐকতান
সৃষ্টির সুরে হবে গান একদিন...
এই মনে আছে বিশ্বাস
আমরা করি বিশ্বাস
সৃষ্টির সুরে হবে গান একদিন...

 MP3 Download

10. Amar Vaier Rokte Rangano song and lyrics


(আমার ভাইয়ের রক্তে রাঙানো)
সুরকারঃ শহীদ আলতাফ মাহমুদ
গীতিকারঃ আব্দুল গাফফার চৌধুরী
.
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।
জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।
সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

 MP3 Download

11. projapoti projapot kothai pele vai song and lyric 

প্রজাপতি প্রজাপতি
প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা।।
তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও
মোর বন্ধু হয়ে সেই মধু দাও,
ওই পাখা দাও সোনালী-রূপালী পরাগ মাখা।।
কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
মোর মন যেতে চায় না পাঠশালাতে
প্রজাপতি, তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে।
তুমি হাইয়ায় নেচে নেচে যাও
আর তোমার মত মোরে আনন্দ দাও,
এই জামা ভাল লাগে না দাও জামা ছবি-আঁকা।।
কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
প্রজাপতি প্রজাপতি
প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা।।

 MP3 Download

12. আমরা সবাই রাজা গানের লিরিক ও এমপিথ্রি


আমরা সবাই রাজা

আমাদের এই রাজার রাজত্বে--

নইলে মোদের রাজার সনে
মিলব কী স্বত্বে?।
আমরা যা খুশি তাই করি,
তবু তাঁর খুশিতেই চরি,
আমরা নই বাঁধা নই দাসের
রাজার ত্রাসের দাসত্বে--
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
রাজা সবারে দেন মান,
সে মান আপনি ফিরে পান,
মোদের খাটো ক'রে রাখে নি
কেউ কোনো অসত্যে--
নইলে মোদের রাজার সনে
মিলব কী স্বত্বে?
আমরা চলব আপন মতে, শেষে
মিলব তাঁরি পথে,
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে--
নইলে মোদের রাজার সনে
মিলব কী স্বত্বে?।

MP3 Download

 13. প্রিয় ফুল শাপলা ফুল প্রিয় দেশ বাংলাদেশ গান ও গানের কথা লিরিক এবং এমপিথ্রি lyric and song 


প্রিয় ফুল শাপলা ফুল
প্রিয় দেশ বাংলাদেশ।
প্রিয় ভাষা বাংলা ভাষা
মায়ের কথার মিষ্টি রেশ।।
প্রিয় পাখি দোয়েল পাখি
প্রিয় সবুজ লাল,
আরো প্রিয় জষ্ঠী মাসের
সুবাসী কাঁঠাল।
মাঠের রাখালিয়া বাঁশি
ভোলায় যত দুঃখ ক্লেশ।।
প্রিয় নদী পদ্মা নদী
প্রিয় ইলিশ মাছ,
সুন্দরবনের রয়েল বেঙ্গল
আর সুন্দরী গাছ।
চির সবুজ আমার দেশের
রূপের যেন নেইকো শেষ।।

 

কথা: নজরুল ইসলাম বাবু
সুর: খোন্দকার নুরুল আলম

 MP3 Download

14. বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর  লিরিক্স lyric and mp3 ও এমপিথ্রি 

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ
চিরদিন তোমার আকাশ
তোমার বাতাস আমার প্রাণে
ও মা
আমার প্রাণে বাজায় বাঁশি
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
ও মা
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে
মরি হায়, হায় রে
ও মা
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে
ও মা
অঘ্রানে তোর ভরা খেতে
কি দেখেছি
আমি কী দেখেছি মধুর হাসি
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
কী শোভা, কী ছায়া গো
কী স্নেহ, কী মায়া গো
কী আঁচল বিছায়েছ
বটের মূলে
নদীর কূলে কূলে
কী শোভা, কী ছায়া গো
কী স্নেহ, কী মায়া গো
কী আঁচল বিছায়েছ
বটের মূলে
নদীর কূলে কূলে
মা তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো
মরি হায়, হায় রে
মা তোর মুখের বাণী
আমার কানে…

MP3 Download

14. প্রার্থনা সংগীতঃ বাদশা তুমি দিন ও দুনিয়ার
কথাঃ কবি গোলাম মোস্তফা
[সকল কাব,স্কাউটদের এই প্রার্থনা সংগীতটি অবশ্যই মুখস্থ রাখতে হবে]


বাদশা তুমি দিন ও দুনিয়ার, হে পরওয়ার দেগার
সেজদা লও হে হাজার বার আমার,হে পরওয়ার দেগার

চাঁদ,সরুজ আর গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা
দিন রজনী গাহিছে তারা,মহিমা তোমার,হে পরওয়ার দেগার।

তোমার নুরের রৌশনি পরশি, উজ্জ্বল হয় যে রবি ও শশী,
রঙ্গীন হয়ে উঠে বিকশি,ফুল সে বাগিচার,হে পরওয়ার দেগার।

বিশ্ব ভুবনে যা কিছু আছে,তোমারি কাছে করুনা যাঁচে
তোমার মাঝে মরে ও বাঁচে জীবনও সবার,হে পরওয়ার দেগার।

বাদশা তুমি দিন ও দুনিয়ার, হে পরওয়ার দেগার
সেজদা লও হে হাজার বার আমার,হে পরওয়ার দেগার

 MP3 Download

 

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.