ad

২০২৩-২৪ অর্থ বছরের জন্য GPF -এর মুনাফার হার নির্ধারণ সংক্রান্ত MOF অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপন (৩০/০৮/২৩)।

Views

 


২০২৩-২৪ অর্থ বছরের জন্য GPF -এর মুনাফার হার নির্ধারণ সংক্রান্ত MOF অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপন (৩০/০৮/২৩)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ 

প্রবিধি অনুবিভাগ 

প্রবিধি-১ অধিশাখা

 www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০০, ১৭১, ১৩,০০৪, ২৩-১৪৬

তারিখ:- ১৫ ভাদ্র ১৪৩০

 ৩০ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ

প্রজ্ঞাপন

The General Provident Fund Rules, 1979 এর Rule 12 ( 1 ) এবং The Contributory Provident Fund Rules, 1979 এর Rule 12 এর বিধান অনুসারে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিসাবে অন্তর্ভুক্ত সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ) এর জন্য ২০২৩-২০১৪ অর্থ বছরের মুনাফা হার (Rate of Profit) স্লাব ভিত্তিক নিম্নরূপভাবে নির্ধারণ করা হলোঃ


সকল সিপিএফভুক্ত প্রতিষ্ঠানের (স্বায়ত্তশাসিত সংস্থা, কর্পোরেশন ইত্যাদি) আর্থিক সংগতি একরকম না হওয়ায় প্রতিষ্ঠান/সংস্থাসমূহ তাদের নিজস্ব আর্থিক বিধিবিধান ও আর্থিক সামর্থ্য অনুযায়ী ছকে বর্ণিত স্লাব ভিত্তিক হারসমূহকে সর্বোচ্চ হার হিসেবে বিবেচনায় নিয়ে সিপিএফ-এ জমাকৃত আমানতের উপর হ্রাসকৃত হারে মুনাফা নির্ধারণ করতে পারবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

স্বাক্ষরিত

(শোববীর আহমদ)

উপসচিব

ফোন: ৫৫১০০০৭৮

 Email: ahmed.sabbir929@gmail.com






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.