শিক্ষার চারটি স্তম্ভ (Four Pillars of Education )
শিক্ষার চারটি স্তম্ভ (Four Pillars of Education )
মানুষের শিখন প্রক্রিয়া জন্মের পর থেকে শুরু হয় এবং এটি একটি চলমান প্রক্রিয়া। ব্যক্তির মৃত্যুর সঙ্গে সঙ্গে এ শিক্ষা শেষ হয়। পরিবর্তনশীল সমাজে আমাদের বাঁচতে গেলে সমাজের সঙ্গে সঙ্গতি বিধান অন্যতম লক্ষ্য। এই কারণে শিশুর মধ্যে প্রথম থেকে এক প্রেষণার সঞ্চার করা প্রয়োজন, যার মাধ্যমে শিশুকে মানুষের মত মানুষ তৈরি করে তোলা যাবে।
এই উদ্দেশ্যে ১৯৯৩ খ্রিস্টাব্দে জ্যাক ডেলারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক শিক্ষা কমিশন বিশ্বব্যাপী পরামর্শ, আলোচনা এবং বিশ্লেষণের ভিত্তিতে ১৯৯৬ খ্রিস্টাব্দে UNESCO-র কাছে 'LEARNING: THE TREASURE WITHIN' নামক একটি প্রতিবেদন দাখিল করে। এই প্রতিবেদনে জীবনব্যাপী শিক্ষার মূল ভিত্তি হিসেবে চারটি স্তম্ভের (four pillar of education) কথা বলা হয়েছে।
No comments
Your opinion here...