সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সংযুক্তিতে কর্মরত শিক্ষকের তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।
সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সংযুক্তিতে কর্মরত শিক্ষকের তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র। (১৫/০৪/২০২৫)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০,১৪৫.১৯.০০৩.২২-৫৬৬
তারিখ: ০২ বৈশাখ ১৪৩২
১৫ এপ্রিল ২০২৫
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সংযুক্তিতে কর্মরত শিক্ষকের তথ্য প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে বিভিন্ন সময়ে শিক্ষককে নানাবিধ কারণে সংযুক্তি প্রদান করা হয়েছে।
২। এ পরিপ্রেক্ষিতে তাঁর জেলাধীন উপজেলাসমূহে কতজন শিক্ষক পদায়নকৃত বিদ্যালয় ব্যতিত অন্য বিদ্যালয়ে সংযুক্তিতে কর্মরত রয়েছেন তার তথ্য নিম্নোক্ত ছক মোতাবেক পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে NikoshBAN font- এ টাইপকৃত ইমেইলে (dpeadbidda@gmail.com) সফট ও হার্ড কপি অত্র দপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
৩। বিষয়টি অতি জরুরি।
স্বাক্ষরিত
মাহফুজা খাতুন সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন)
No comments
Your opinion here...