টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) SDG
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) SDG
এসডিজি-৪ এর লক্ষ্য হচ্ছে “সবার জন্য অন্তর্ভূক্তিমূলক ও সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ তৈরি করা” ।
এসডিজি ৪.১-এ অভীষ্টসমূহে বলা হয়েছে যে, “২০৩০ সালের মধ্যে যথাযথ ও কার্যকর শিখনফলসহ সকল ছেলে শিশু ও মেয়ে শিশুর অবৈতনিক, ন্যায়ভিত্তিক ও মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অর্জন নিশ্চিত”। এবং এসডিজি ৪.২-এ অভীষ্টসমূহে বলা হয়েছে যে, "২০৩০ সালের মধ্যে সকল ছেলে ও মেয়ে যাতে প্রাথমিক শিক্ষার প্রস্তুতি হিসেবে প্রাক-প্রাথমিক শিক্ষাসহ
শৈশবের একেবারে গোড়া থেকে মানসম্মত বিকাশ ও পরিচর্যার মধ্য দিয়ে বেড়ে ওঠে তার নিশ্চয়তা বিধান করা"।
৩১/০৮/২০২০
No comments
Your opinion here...