ad

উপবৃত্তি ট্রান্সফার সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

Views

 


উপবৃত্তি ট্রান্সফার সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
ট্রান্সফার করণ ও গ্রহণ অপশন আপাতত বন্ধ আছে। পূনরায় চালু করে উপবৃত্তি বিভাগ থেকে জানিয়ে দেয়া হবে।
অদ্য ২৭ সেপ্টেম্বর থেকে একই বিদ্যালয় থেকে ট্রান্সফারকৃত শিক্ষার্থী গ্রহণ করা যাবেনা।
অন্য বিদ্যালয় হতে ট্রান্সফারকৃত শিক্ষার্থী গ্রহণ করা যাবে।
ভুল করে যদি কেউ ট্রান্সফার করে ফেলেন এবং তাকে বিদ্যালয়ে গ্রহণের প্রয়োজন হয় তবে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার, শ্রেণি রোল,বিদ্যালয়ের নাম,কোড,জেলা উপজেলা লিখে বিভাগীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রেরণ করতে হবে।
তথ্যসূত্র: জনাব মোঃ জিয়াউল কবীর সুমন
শিক্ষা অফিসার,উপবৃত্তি বিভাগ, ডিপিই
ট্রান্সফার সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
বর্তমানে PESP MIS Software-এ ট্রান্সফারকরণ-গ্ৰহণ অপশন বন্ধ রয়েছে। পুনরায় চালু করে জানিয়ে দেয়া হবে। অতীব জরুরী বিষয়: • যে বিদ্যালয় থেকে যে শিক্ষার্থীকে ট্রান্সফার করা হবে তাঁকে আবার ঐ একই বিদ্যালয়ে পুনরায় গ্রহণ করা যাবে না (অদ্য 27/09/2023খ্রি. থেকে) • অন্য বিদ্যালয় থেকে ট্রান্সফারকৃত শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ করা যাবে। * ভুলক্রমে ট্রান্সফারকৃত শিক্ষার্থীদের গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর, শ্রেণি, রোল এবং বিদ্যালয়ের নাম, ইএমআইএস কোড, ক্লাস্টার, উপজেলা, জেলার নাম উপবৃত্তি বিভাগের বিভাগীয় গ্রুপে প্রেরণ করুন। আইবাস++ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, 27/09/2023থ্রি-

সকল উপবৃত্তি আপডেট লিঙ্কঃ

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.