প্রাক্তন ছিটমহলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণ সংক্রান্ত PMEAT এর নির্দেশনা। (২৭/০৯/২০২৩)
প্রাক্তন ছিটমহলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণ সংক্রান্ত PMEAT এর নির্দেশনা। (২৭/০৯/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
সমন্বিত উপবৃত্তি কর্মসূচি
বাড়ি-৪৪, সড়ক- ১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯
www.pmeat.gov.bd
স্মারক নং- এইচএসপি/MIS (প্রশাসন)/৩৫/২০২০/২৭৬ / ১ (৩১)
তারিখ: ২৪.০৯.২০২৩ খ্রি-
বিষয়: প্রাক্তন ছিটমহলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণ ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি স্কিম ডকুমেন্ট ও অপারেশন ম্যানুয়েল অনুযায়ী প্রাক্তন ছিটমহলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উপবৃত্তি আওতাভুক্ত হবে। সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁর আওতাধীন উপজেলার প্রাক্তন ছিটমহলে অবস্থিত পাঠদানের অনুমতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) তথ্য (যদি থাকে) তালিকা নিম্নোক্ত ছক মোতাবেক আগামী 10.10.2023 তারিখের মধ্যে হার্ডকপি ডাকযোগে এবং সফটকপি hsp@pmeat.gov.bd ইমেইল ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, পরবর্তীতে যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে পাঠদানের অনুমতি পেয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যও প্রেরণ করবেন ।
স্বাক্ষরিত
(মোহাম্মদ আসাদুল হক)
স্কিম পরিচালক (যুগ্মসচিব)
সমন্বিত উপবৃত্তি কর্মসূচি
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
ফোন: ০2-55002073
PMEAT এর সকল আপডেট লিঙ্কঃ
No comments
Your opinion here...