১২৮টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে টোটাল ফিটনেস প্রোগ্রাম (TFP) বাস্তবায়ন প্রসংগে DSHE এর নির্দেশনা। (৩১/০৭/২০২৩)
১২৮টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে টোটাল ফিটনেস প্রোগ্রাম (TFP) বাস্তবায়ন প্রসংগে DSHE এর নির্দেশনা। (৩১/০৭/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা ।
www.dshe.gov.bd
স্মারক নং-37.02.0000.108.032.01.22-29
তারিখ: 31/07/202৩খ্রি.
বিষয়: ১২৮টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে টোটাল ফিটনেস প্রোগ্রাম (TFP) বাস্তবায়ন প্রসংগে।
সুত্রঃ 37,02,0000,108,032.01.2012-11- বিশেষ, তারিখ: 20/06/2023খ্রি.
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আওতাধীন সকল শিক্ষক/শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পাইলটিং ভিত্তিতে ১২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকের অংশগ্রহণে টোটাল ফিটনেস প্রোগ্রাম (TFP) চলমান রয়েছে। 14/03/2023 খ্রি. তারিখের স্মারক নং-37.02.0000.108.032.01.2012-11- বিশেষ জারীকৃত নির্দেশনা অনুযায়ী উক্ত কার্যক্রমটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান থাকবে। সে অনুযায়ী স্কুলগুলোতে ক্লাশ শুরুর অব্যবহিত পূর্বে সকল শিক্ষার্থীদের জন্য ১৫ মিনিটের টোটাল ফিটনেস প্রোগ্রাম কার্যক্রম অব্যাহত থাকবে।
২। সূত্রে উল্লেখিত পত্রের নির্দেশনা মোতাবেক সমীক্ষা-১ এর সকল তথ্যাদি ৩০ মার্চ ২০২৩ এর মধ্যে এবং সমীক্ষা-২ এর সকল তথ্যাদি ৩০ জুলাই 2023 এর মধ্যে সংশ্লিষ্ট লিংকে আপলোড করার জন্য এবং ফর্ম সমূহের অনুলিপি (হার্ড কপি) উপপরিচালক (বিশেষ শিক্ষা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছিল। যারা এখনও সমীক্ষা-১ ও ২ এর তথ্যাদি আপলোড করেননি অথবা অনুলিপি প্রেরণ করেননি তারাও অবশ্য ০৭/০৮/২০২৩ তারিখের মধ্যে তা সম্পন্ন করবেন।
৩। জরুরি বিধায় সকল জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসারকে বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। প্রতি অঞ্চলের পরিচালক মহোদয় এবং উপপরিচালক (মাধ্যমিক) মহোদয় বিষয়টি তদারকি করবেন।
লিংক সংক্রান্ত তথ্যাদি : https://cutt.ly/ TFP-DSHE লিংকে প্রবেশ করে অথবা নিচে দেওয়া QR কোড স্ক্যান করে
নির্ধারিত পেইজে প্রবেশ করে Click here অংশে ক্লিক করে নির্ধারিত রোল নম্বরধারী শিক্ষার্থীদের মূল্যায়ন ফর্ম সমূহ হতে প্রাপ্ত প্রয়োজনীয় তথ্যাদি আপলোড করবেন।
স্বাক্ষরিত
(প্রফেসর সৈয়দ মইনুল হাসান)
উপপরিচালক (বিশেষ শিক্ষা)
মুখ্য সমন্বয়ক, টোটাল ফিটনেস প্রোগ্রাম।
ফোন: 02-41050286
No comments
Your opinion here...