ad

নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রতিষ্ঠান পর্যায়ের অবস্থা মূল্যায়ন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (৩২/০৭/২০২৩)

Views

 


নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রতিষ্ঠান পর্যায়ের অবস্থা মূল্যায়ন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (৩২/০৭/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা।


স্মারক নম্বর- 37.02.0000.115.22.001.23.160


তারিখ: 31/07/2023 খ্রিঃ


বিষয়: নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রতিষ্ঠান পর্যায়ের অবস্থা মূল্যায়ন সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ের আলোকে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক বিদ্যালয়সমূহের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়নের প্রতিষ্ঠান পর্যায়ের অবস্থা মূল্যায়ন প্রয়োজন। এরই প্রেক্ষিতে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর তত্ত্বাবধানে সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়নের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং চেকলিস্ট প্রস্তুত করেছে। উল্লেখ্য, এই মনিটরিং চেকলিস্টের তথ্যসমূহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কিংবা তাঁর মনোনীত শিক্ষক নিম্নে প্রদত্ত গুগল ফর্ম লিংকের মাধ্যমে আগামী ১০ আগস্ট, ২০২৩ইং তারিখের মধ্যে আবশ্যিক ভাবে প্রেরণ করবেন।

উল্লেখ্য, সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা ও তাঁর অধীনস্থ উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ তাদের আওতাধীন প্রতিষ্ঠানসমূহ কর্তৃক সঠিক ভাবে তথ্য প্রেরণের বিষয়টি নিশ্চিত করবেন।

এমতাবস্থায়, সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তাঁর প্রতিষ্ঠানে কারিকুলাম বাস্তবায়ন কার্যক্রমের তথ্য প্রদত্ত গুগল ফর্মের মাধ্যমে

নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

বিষয়টি অতীব জরুরী।

তথ্য প্রেরণের লিংক :

https://cutt.ly/CurriculumMEW

অথবা

https://forms.gle/py1UhhPGM67QWe5a7


স্বাক্ষরিত


((প্রফেসর আমির হোসেন)

পরিচালক

মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 বাংলাদেশ, ঢাকা



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.