ad

মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি ও ব্যবহার বিষয়ক ১ (এক) দিনের প্রশিক্ষণ নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজন ও পরবর্তীতে মাল্টিমিডিয়ার ব্যবহার সংক্রান্ত DME এর নির্দেশনা। (৩১/০৭/২০২৩)

Views

 


মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি ও ব্যবহার বিষয়ক ১ (এক) দিনের প্রশিক্ষণ নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজন ও পরবর্তীতে মাল্টিমিডিয়ার ব্যবহার সংক্রান্ত DME এর নির্দেশনা। (৩১/০৭/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা

পাইড হাউস (৭ম ও ১০ম তলা) নিউ বেইলি রোড, ঢাকা

www.dme.gov.bd

স্মারক নম্বর: 57.25,০০০০,০০6,21,001, 18, 114

তারিখ: ১২ শ্রাবণ ১৪৩০ বঙ্গান্দ 

২৭ জুলাই 2023 খ্রিস্টাব্দ

বিষয়: মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি ও ব্যবহার বিষয়ক ১ (এক) দিনের প্রশিক্ষণ নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজন ও পরবর্তীতে মাল্টিমিডিয়ার ব্যবহার সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০৪১ সনের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ' বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক তথ্য ও প্রযুক্তির বিকাশের সাথে সামঞ্জস্য রেখে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষে প্রায়োগিক শিক্ষা প্রদান করা জরুরি। ইতোমধ্যে সরকারি/বেসরকারি/স্থানীয় সহযোগিতায় অনেক মাদ্রাসায় মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন করা হয়েছে। শ্রেণিকক্ষে পাঠদান অধিকতর কার্যকরি ও বোধগম্য করার লক্ষ্যে মাল্টিমিডিয়ার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমতাবস্থায়, যে সকল মাদ্রাসায় মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ রয়েছে; সে সকল মাদ্রাসায় নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

(ক) প্রত্যেক মাদ্রাসায় গভর্নিংবডি/ম্যানেজিং কমিটির সহায়তায় আইসিটি শিক্ষকের তত্ত্বাবধানে আগামি ২০ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে মাল্টিমিডিয়া কনটেন্ট, এমএস পাওয়ার পয়েন্ট ইত্যাদি তৈরি, মাল্টিমিডিয়া ব্যবহার ও ব্যবস্থাপনা বিষয়ক ১ (এক) দিনের প্রশিক্ষণের আয়োজন করতে হবে;

(খ) সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ/উপাধ্যক্ষ, সুপার/সহকারী সুপার, সকলস্তরের শিক্ষক, অফিস সহকারীগণ বর্ণিত প্রশিক্ষণ গ্রহণ করবেন; 

(গ) প্রশিক্ষণ গ্রহণের পর প্রত্যেক শিক্ষক সপ্তাহে কমপক্ষে ৫ (পাঁচ)টি ক্লাশ মাল্টিমিডিয়া ব্যবহার করে পাঠদান সম্পন্ন করবেন; 

(ঘ) প্রত্যেক শিক্ষকের পাঠদানে ব্যবহৃত মাল্টিমিডিয়া ক্লাসের কনটেন্টসমূহ অধ্যক্ষ/সুপারের তত্ত্বাবধানে সফটকপি হিসেবে প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। স্থানীয় প্রশাসন কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক পরিদর্শনকালে উক্ত কনটেন্টসমূহ দেখাতে হবে;

(ঙ) মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে ব্যবহৃত যন্ত্রপাতি ও উপকরণসমূহ মাদ্রাসার নিজস্ব তহবিল থেকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। 


২। উপরিউক্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।


স্বাক্ষরিত

হাবিবুর রহমান 

মহাপরিচালক (অতিরিক্ত সচিব)




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.