ad

সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সভার সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত DME এর নির্দেশনা। (০৯/৮/২০২৩)

Views

 


সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সভার সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত DME এর নির্দেশনা। (০৯/৮/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

শিক্ষা মন্ত্রণালয়

সমন্বয় শাখা

বাংলাদেশ সচিবালয়

www.tmed.gov bd

স্মারক নম্বরঃ ৫৭.০০.০০০০.০৪৩.৯৯.০০১.১৭.১১৭

৩ আগস্ট ২০২৩

সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সভার সিদ্ধান্ত বাস্তবায়ন স্থানীয় সরকার বিভাগ এর স্মারক নং ৪৬.০০.০০০০.১০৭.১৮.০০১.২১.৩০২ তারিখ: ২৫ জুলাই ২০২৩ খ্রিঃ ।

উপযুক্ত বিষয় ও পুত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২৯ জুলাই ১৯২৩ তারিখে মাননীয় মন্ত্রীর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্টমন্ত্রণালয় /বিভাগ/ দপ্তর সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য আন্তঃমন্তণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিস্তারিত আলোচনান্তে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

 ১। সকল শিক্ষা প্রতিষ্ঠানের আর্শিনা ও ডারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রভাবে নির্দেশনা প্রদান করতে হবে।

২। (ক) সকল সরকারি, আধাসরকারি অফিস/আবাসিক এলাকা যার যার নিজ দায়িত্বে পরিষ্কার করবেন। প্রয়োজনে সিটি কর্পোরেশনের সহযোগীতা নিতে হবে।

৮) (খ) মন্ত্রণালয় বিভাগ তার অধীনস্থ দপ্তর সে। স্থাসমূহকে অনুরূপ নির্দেশনা প্রদান করবে।

এমতাবস্থায় উক্ত সিদ্ধান্তসমূহের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণমূলক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


স্বাক্ষরিত

মীর মোশারেফ হোসেন, 

সিনিয়র সহকারী সচিৰ



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর 

প্রশাসন শাখা

গাইড হাউস (৭ম ও ১০ম তলা), নিউ বেইলী রোড, ঢাকা-১০০০ 

www.dme.gov.bd

স্মারক নংঃ ৫৭.২৫.০০০০.০০১.৫০.০০১.১৮.৭৭১

তারিখ: ২৫ শ্রাবণ, ১৪৩०

০৯ আগস্ট, ২০২৩


উপরিউল্লিখিত নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 স্বাক্ষরিত

মোঃ শাহীনুর ইসলাম

সহকারী পরিচালক (প্রশাসন) 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর







পিডিএফ ডাউনলো

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.