জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতক (পাশ) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব খাতভূক্ত মেধা ও সাধারণ বৃত্তির কোটা বন্টনের অফিস আদেশ। (২২/০৮/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
স্মারক নম্বর 37.04.0000.211.01.001.22-1763
তারিখ : ২১-০৮-২০২৩ খ্রিস্টাব্দ
অফিস আদেশ
শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০১.০৮.০০১.০৫-১১২, তারিখ: ০৪/০২/২০১৬ মোতাবেক রাজস্ব খাতভুক্ত বৃত্তির সংখ্যাকোটা ও টাকার পরিমাণ পুনঃনির্ধারণ সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে নিম্নে উল্লিখিত সংখ্যা ও হার অনুযায়ী স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২৩-২০২৪ অর্থবছরে ০৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের “মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির" কোটা বন্টন করা হলো
স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টন
এই বৃত্তির বায় চলতি (২০২০-২০২৪) অর্থবছরের রাজস্ব বাজেটের ১২৫০২০১-১০৮৭৬২-৩৮২১১১৭” বৃত্তি/মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে এবং প্রকাশিত বৃত্তির গেজেটে উল্লিখিত খাত/কোড নম্বর সঠিকভাবে মুদ্রণ করতে হবে।
শর্তাবলী:
১। মেধার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রস্তুত করতে হবে।
২। বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী অনুপাতে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ৫০% ছাত্র এবং ৫০% ছাত্রী হিসেবে বঞ্চিত হবে। তবে যোগ্য ছাত্রী না পাওয়া গেলে যোগ্য ছাত্র কে সম্পূরক বৃত্তি দেয়া যাবে।
৩। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উচ্চতর শ্রেণিতে অধ্যয়নের জন্য ভর্তি হলেই কেবল বৃত্তি ভোগের যোগ্য হবেন।
৪। বৃত্তির নীতিমালা অনুসরণ করে উল্লিখিত বণ্টন মোতাবেক আগামী ০৭/০৯/২০২৩ তারিখের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ এবং প্রকাশিত গেজেটের সফটকপি ই-মেইলে (dshe.stipend@gmail.com) ও হার্ডকপি মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবরে প্রেরণ করতে হবে।
বিঃ পুর তথ্য এন্ট্রি দেয়ার সময়সীমা। মেধা/সাধারণ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের MIS Software-4 তথ্য এন্ট্রির সময়সীমা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের
নোটিশ বোর্ডে পরবর্তীতে বিজ্ঞপ্তি মারফত যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
MIS সফটওয়ারে তথ্য এটির ক্ষেত্রে নিমোর নির্দেশাবলী অনুসরণীয় :
০১। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত অধ্যয়নরত রয়েছে নিশ্চিত হয়ে তথ্য এন্ট্রি করা;
০২। বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তরুণদীপযুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব খুলতে হবে:
০৩। শিক্ষার্থীর একক বা যৌথ নামের একাউন্ট নম্বর ব্যতীত পিতা/মাতা/অন্য কারও ব্যাংক হিসাব প্রদান করা যাবে না। ০৪। যৌথ নামে ব্যাংক হিসাব/ স্কুল ব্যাংক হিসাব খোলা হলে MIS-এ শিক্ষার্থীর এস্ট্রিকৃত হিসাবধারীর নামের স্থলে প্রথমে শিক্ষার্থীর নাম, তারপর and এবং তারপর দ্বিতীয় হিসাবধারীর নাম ইংরেজিতে এন্ট্রি করতে হবে।
০৫। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে;
০৬। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১০-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে;
০৭। বিকাশ, শিউর ক্যাশ নগদসহ এ ধরনের কোন এজেন্ট ব্যাংকের হিসাব নম্বর প্রদান না করা;
০৮। শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার নাম ও সাল, রেজিস্ট্রেশন নম্বর, প্রাপ্ত জিপিএ সঠিকভাবে পূরণ করতে হবে;
০৯। একটি পরীক্ষার বিপরীতে একজন শিক্ষার্থীর একাধিক এন্ট্রি (Multiple Entry) করা যাবে না। Multiple Entry থাকলে সঠিক এন্ট্রি রেখে অবশিষ্ট এন্ট্রি নিষ্ক্রিয় (Deactivate) করতে হবে;
১০। শিক্ষার্থীর বাংক হিসাব নম্বর, ব্যাংক ও শাখার নাম, রাউটিং নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে:
১১। তথ্য প্রেরণের ক্ষেত্রে ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধান/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন;
১২। শিক্ষার্থীর প্রদত্ত ব্যাংক হিসাবটি অবশ্যই সচল (Active) থাকতে হবে;
তথ্য পূরণ এর জন্য লিংক নিম্নরূপ :
• DSHE Scholarship MIS URL লিঙ্কঃ scholarship.dshe.gov.bd/DSHE MIS/login
স্বাক্ষরিত/-
(অধ্যাপক নেহাল আহমেদ)
মহাপরিচালক
Lutfor
%20%E0%A6%93%20%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%20(%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%AB%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A9-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AA%20%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%20%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%20%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%AD%E0%A7%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%20%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A7%E0%A6%BE%20%E0%A6%93%20%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%20%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%20%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BE%20%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8%20%E0%A6%86%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A5%A4.jpg)



No comments
Your opinion here...