জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের প্রমিত ও অভিন্ন টেমপ্লেট ব্যবহারকরণ সংক্রান্ত রেজিস্ট্রার জেনারেল এর কার্যালয়ের ORGBDR এর নির্দেশনা। (২০/০৭/২০২৩)
জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের প্রমিত ও অভিন্ন টেমপ্লেট ব্যবহারকরণ সংক্রান্ত রেজিস্ট্রার জেনারেল এর কার্যালয়ের ORGBDR এর নির্দেশনা। (২০/০৭/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়
স্থানীয় সরকার বিভাগ
পরিবহন পুল ভবন (৯ম তলা)
সচিবালয় লিংক রোড, ঢাকা-১০০০০
www.orgbdr.gov.bd
স্মারক নং-46,০4,০০০০,103,31,072,2022-46
বিষয়: জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের প্রমিত ও অভিন্ন টেমপ্লেট ব্যবহারকরণ।
তারিখ: ০৩ শ্রাবণ ১৪৩0
১৮ জুলাই 2023
জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা, ২০১৮ তে সংযুক্ত ফরমেটে দেয়া হয় (নমুনা সনদ, সংযুক্ত-১)। এখন সনদের মানোন্নয়ন, নিরাপত্তা বিধান এবং অভিন্নকরণের লক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদে আধুনিক বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। ইহা BDRIS সফটওয়্যারে সন্নিবেশ করা হয়েছে।
নতুন টেমপ্লেট এর বৈশিষ্ট্য:
* সনদের শীর্ষদেশে বাংলাদেশ সরকারের লোগো এবং মাঝখানে জলছাপে এ অফিসের লোগো;
* পূর্ব সনদের তথ্য অপরিবর্তিত রেখে QR Code এবং Bar Code সংযোজন;
* QR Code এ সনদের সত্যতা যাচাই লিংক এবং Bar Code এ জন্ম ও মৃত্যু নিবন্ধন নম্বর;
* একই সনদে বাংলা, ইংরেজি উভয় ভাষায় ব্যক্তির তথ্য
* সনদে শুধুমাত্র নিবন্ধক ও নিবন্ধন সহকারীর স্বাক্ষরের সংস্থান (স্থান সংকুলানে শুধু ইংরেজিতে)।
০২। পরিবর্তিত জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের নতুন টেমপ্লেটটি আগামী ২৫/07/2023 তারিখ থেকে BDRIS এ থাকবে
এবং এ টেমপ্লেটে সকল নিবন্ধক অফিস হতে সনদ মুদ্রিত হবে।
০৩। ইহা তাঁর সদয় অবগতি এবং তাঁর আওতাধীন সকল নিবন্ধক কার্যালয়কে অবহিত করা এবং এর ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
সংযুক্তি:
১) জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা, ২০১৮ অনুসারে সনদ;
২) নতুন জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের টেমপ্লেট।
স্বাক্ষরিত
মোঃ রাশেদুল হাসান
রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব)
জন্ম ও মৃত্যু নিবন্ধন
ফোন: 02223386606
ই-মেইল- rg@orgbdr.gov.bd







No comments
Your opinion here...