২০২৩ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা গ্রহণ সংক্রান্ত বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ মহোদয়ের নির্দেশনা। (২০/০৭/২০২৩)
২০২৩ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা গ্রহণ সংক্রান্ত বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ মহোদয়ের নির্দেশনা। (২০/০৭/২০২৩)
নতুন কারিকুলাম অনুযায়ী ২০২৩ সনের প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা প্রস্তুত হয়েছে। দ্রুতই সকল প্রাথমিক বিদ্যালয়, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা রিসোর্স সেন্টার, পিটিআই এ শিক্ষক সহায়িকা গুলো সংগ্রহ করবে। ঢাকা বিভাগের ঢাকা পিটিআই বাদে অন্য ১২ টি পিটিআইয়ের বই আগামী ২৩ জুলাই রবিবার মিরপুর কেন্দ্রীয় গোডাউন থেকে সরবরাহ করবে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিপিএড (১৮ মাস ব্যাপী )প্রশিক্ষণের পরিবর্তে ১ জুলাই ২০২৩ তারিখ থেকে ১৫ টি পিটিআইতে পাইলটিং ভাবে ১০ মাস ব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। ডিপিএড প্রশিক্ষণে ১৮ মাসের মধ্যে ১২ মাস ছিল পিটিআই তে এবং ৬ মাস ছিল নিজ স্কুলে। মৌলিক প্রশিক্ষণে ১০ মাসের মধ্যে ৬ মাস থাকবে পিটিআই তে । আর ৪ মাস থাকবে নিজ উপজেলার নিকটবর্তী বিদ্যালয়ে । ৪ টি মডিউল এর অধীনে ১৯ টি সাব মডিউল । এ প্রশিক্ষণটি সম্পূর্ণ আবাসিকভাবে প্রশিক্ষণ মোডে ডিজাইন করেছে। পিটিআইয়ের আবাসন ক্ষমতা অনুযায়ী একটি প্রশিক্ষণ রুমে ৩০ জন শিক্ষক থাকবে। প্রতিটি প্রশিক্ষণ রুমে ২ জন করে ইন্সট্রাক্টর থাকবে। আবাসন ক্ষমতা, ইনস্ট্রাকটর ও ক্লাসরুম সংখ্যা অনুযায়ী একটি প্রশিক্ষণ রুমে ৩০ জন হিসেবে প্রতিটি পিটিআইয়ের ভর্তি quota নির্ধারিত হবে। আগামী ১ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে ৬৭ টি পিটিআই তে এ মৌলিক প্রশিক্ষণ শুরু হবে। যেহেতু পিটিআই তে একটি ব্যাচের অবস্থান ৬ মাস সে হিসেবে প্রতিবছর একটি পিটিআই হতে দুটি ব্যাচ প্রশিক্ষণ গ্রহণ করবে। এ প্রশিক্ষণে ৪ টি মডিউলের অধীনে ১৯ টি সাব মডিউলে ৩১৫ টি অধিবেশন রয়েছে। এ প্রশিক্ষণ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কী কী শিখবে তা দেখার জন্য এখানে বিষয়গুলো দেওয়া হলো। যেহেতু এটি পাইলটিং পর্যায়ের শুরু হয়েছে । এজন্য তথ্য পুস্তকে বানান সহ ভুল ত্রুটি থাকতে পারে। ভুলগুলো পরবর্তীতে পরিমার্জিত হবে।
ঢাকা পিটিআইয়ের ওয়েবসাইট থেকে সফট কপি নামাতে পারবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিভাগীয় উপপরিচালকের কার্যালয়
প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ
মিরপুর-২, ঢাকা-১২১৬।
www.dpe.dhakadiv.gov.bd
স্মারক নং ৩৮,০১,৩০০০,000, 33.002.22-909
বিষয়: ২০২৩ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা গ্রহণ।
তারিখ:
০৫ শ্রাবণ ১৪৩০
২০ জুলাই 2023
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, 2023 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা (পিটিআই ও ইউআরসি/টিআরসিসহ) সংযুক্ত বিভাজন অনুযায়ী ঢাকা বিভাগীয় বাফার স্টক, মিরপুর-১, ঢাকা (কেন্দ্রিয় গোডাউন) থেকে 23.07.2023 তারিখ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
(মীর্জা মো: হাসান খসরু)
বিভাগীয় উপপরিচালক
প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ, ঢাকা
02-48031069





No comments
Your opinion here...