ad

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এসিসটিভ ডিভাইস(চশমা, হুইলচেয়ার, শ্রবণযন্ত্র,কৃত্রিম অঙ্গ সংযোজন, ক্রাচ ইত্যাদি) বিতরণের নিমিত্ত তথ্য প্রেরণ প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (২০/০৭/২০২৩)

Views

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এসিসটিভ ডিভাইস(চশমা, হুইলচেয়ার, শ্রবণযন্ত্র,কৃত্রিম অঙ্গ সংযোজন, ক্রাচ ইত্যাদি) বিতরণের নিমিত্ত তথ্য প্রেরণ প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (২০/০৭/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর- ৩৮,০১,০০০০,১৪২,২০,00৫, ১৬- ১২৪

তারিখ: ০৫ শ্রাবণ ১৪29

20 জুলাই 2023 বিষয়ঃ ২০২২-2023 অর্থবছরে Special Education Needs and Disabilities (SEND)- এর কার্যক্রম বাস্তবায়নের আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এ্যাসিসটিভ ডিভাইস (চলাম, হুইলচেয়ার প্রবণযন্ত্র, কৃত্রিম অঙ্গ সংযোজন, ক্রাচ ইত্যাদি) বিতরনের নিমিত্ত তাদের তথ্য প্রেরণ প্রসঙ্গে।

সুত্রঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সারিক ৩৮.০১.০০০০.১৪২.২০.০০৫.১৬-৭০, তারিখ ০৩ মে 2023 খ্রি: তারিখের পত্র।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি) এর অধীনে Sub- component Special Education Needs and Disabilities (SEND)-এর আওতায় 2022-2-23 অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত সকল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের এসেসেটিভ ডিভাইস (চশান, হুইলচেয়ার, শ্রবণযন্ত্র, কৃত্রিম অঙ্গ সংযোজন, ক্রাচ ইত্যাদি) বিতরণের জন্য উপজেলা/থানা শিক্ষা অফিসারগণের অনুকূলে অর্থ ছাড় করা হয়েছে এবং বিদ্যমান নীতিমালা অনুযায়ী এ্যাসেসমেন্ট ডিভাইস বিতরণপূর্বক তথ্য প্রদানের অনুরোধ করা হয়েছিল। কিন্তু অদ্যাবধি আপনার জেলা হতে বর্ণিত এ্যাসেসটিভ ডিভাইস প্রদানের কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, উন্নয়ন সহযোগী সংস্থা ও মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণের জন্য বর্ণিত তথ্য সংগ্রহ করা হয়।

০২। এমতাবস্থায়, আপনার জেলার এ্যাসিসটিভ ডিভাইস প্রদানের তথ্য জরুরি ভিত্তিতে ০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে ই মেইল dpeaicc@gmail.com 4 MS Excel এ NikoshBAN ফন্ট ব্যবহারপূর্বক প্রেরণের জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে জেলার একীভূত শিক্ষার ফোকাল সংশ্লিষ্ট সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন। সংযুক্তি: তথ্য প্রেরণের ছক ০১ পাতা।

স্বাক্ষরিত

তাপস কুমার আচার্য সহকারী পরিচালক পলিসি এন্ড অপারেশন





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.