জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অনুপস্থিত কর্মকর্তাদের তথ্য প্রেরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (১১/০৭/২০২৩)
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অনুপস্থিত কর্মকর্তাদের তথ্য প্রেরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (১১/০৭/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রশাসন-১ শাখা
www.mopme.gov.bd
স্মারক নম্বর: 38.00.0000.001.04.097.20.475
তারিখ: ২৭ আষাঢ়, ১৪৩0
11 জুলাই 2023
বিষয়: জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অনুপস্থিত কর্মকর্তাদের তথ্য প্রেরণ।
সূত্র: 04.00.0000.514.35.005.17.468 20 জুন 2023
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রতি মাসে জেলা পর্যায়ে “জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটি”- এর সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনলাইন প্ল্যাটফর্ম (জুম)-এ মে/২০23 মাসে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শেরপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক পরপর ৩ (তিন) টি সভায় অনুপস্থিত ছিলেন মর্মে উল্লেখ করা হয়েছে। “জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটি”-এর সভায় অনুপস্থিত থাকা অফিস প্রধানগণের উপস্থিতি নিশ্চিতকরণের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে অফিস প্রধানগণের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়ে থাকে।
০২ , এমতাবস্থায়, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত সভাসমূহে অংশগ্রহণ করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত মাঠ পর্যায়ে কর্মরত সকল অফিস প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোঃ আব্দুল মালেক
উপসচিব
ফোন: +8802223351801
No comments
Your opinion here...