ad

বন্যা জনিত কারণে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১১/০৭/২০২৩)

Views

 


বন্যা জনিত কারণে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১১/০৭/২০২৩)



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা।

www.dshe.gov.bd


স্মারক নং-37.02.0000.101.23.003.22-12377/10


তারিখঃ ০৯/০৭/২০২৩


বিষয়: বন্যাজনিত কারণে ব্যবস্থা গ্রহণ।


উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, সম্প্রতি দেশের কোনো কোনো স্থানে বন্যা দেখা দিয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে এ অধিদপ্তরের আওতাধীন বন্যাকবলিত এলাকার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো-

১. বন্যাকবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে: 


২. সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলা করতে হবে;


৩. পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা/উপজেলা/থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ (Control Room) খোলার ব্যবস্থা করতে হবে এবং সার্বিক অবস্থা এ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন)-কে অবহিত করবেন (পরিচালক, মনিটরিং এন্ড ইভালুয়েশন এর ফোন: 02-9555130, মোবাইল: 01715-08 8420 এবং উপপরিচালক, মনিটরিং এন্ড ইভালুয়েশন এর ফোন: 02-9574104, মোবাইল: ০১৭১১-৩১৫৬৮৬


8. শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রতিষ্ঠানের আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


স্বাক্ষরিত


(প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী)


পরিচালক (কলেজ ও প্রশাসন)


ফোন- ৯৫৬৩৪৩৯




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.