শুধুমাত্র ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ ভবন সমৃদ্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য প্রেরণ প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (১২/০৭/২০২৩)
শুধুমাত্র ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ ভবন সমৃদ্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য প্রেরণ প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (১২/০৭/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
১২ জুলাই ২০২৩ স্মারক নম্বর: 38.01.0000.700.99.003.23.37 বিষয়: শুধুমাত্র ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ ভবন সমৃদ্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য প্রেরণ। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে, সারাদেশে বিপুল সংখ্যক বিদ্যালয়ে ঝুঁকিপুর্ণ/জরাজীর্ণ ভবন রয়েছে। তাছাড়া বিভিন্ন সময়ে পত্র পত্রিকায় ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। ঝুঁকিপুর্ণ/জরাজীর্ণ ভবন সমৃদ্ধ বিদ্যালয় সমূহে প্রয়োজনীয় অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের নিমিত্তে সরকার একটি নতুন প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। উক্ত প্রকল্প গ্রহণের পূর্বে সারাদেশে যেসকল বিদ্যালয়ে জরাজীর্ণ/ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে এবং পাঠদানের জন্য অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে, সেসকল বিদ্যালয়ের তথ্য সংগ্রহ করা প্রয়োজন। উল্লেখ্য যে, ঝুঁকিপূর্ণ যে সকল ভবন ইতোমধ্যে বিধি মোতাবেক অকেজো/পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং পাঠদানে ব্যবহার হচ্ছে না, সেসকল ভবন নিলাম কমিটি কর্তৃক বিধি মোতাবেক নিলাম করে অপসারনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ০২। এমতাবস্থায়, শুধুমাত্র যেসকল বিদ্যালয়ে ঝুঁকিপুর্ণ/জরাজীর্ণ ভবন রয়েছে তার আওতাধীন জেলাসমূহের সেসকল বিদ্যালয়ের তথ্য সংযুক্ত ছকে (এক্সেল সীট-এ ইউনিকোড-নিকোস ফন্ট) আগামী ২৫ জুলাই ২০২৩ তারিখের মধ্যে স্বাক্ষরিত হার্ড কপি এবং সফট কপি (dirplandpe@gmail.com) প্রেরণের জন্য অনুরোধ করা হলো। ০৩। বিষয়টি অতীব জরুরি। তথ্য সরবরাহের ক্ষেত্রে সঠিক তথ্য প্রদানের বিষয়টি গুরুত্বের সংগে বিবেচনা করতে হবে। সংযুক্ত: বর্ণনামতে তথ্য ছক ১ (এক) পাতা। স্বাক্ষরিত
মোহাম্মদ মিজানুর রহমান
পরিচালক ফোন: 55074938 ইমেইল: dirplandpe@gmail.com
No comments
Your opinion here...