ad

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরাধীন দপ্তর-শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্বখাতে কর্মরত গ্রেড-১৯ ও গ্রেড-২০ ভুক্ত পদের কর্মচারীদের পদোন্নতি প্রদানের লক্ষ্যে চুড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ সংক্রান্ত DSHE এর নির্দেশনা।(১৭/০৭/২০২৩)

Views

 




মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরাধীন দপ্তর-শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্বখাতে কর্মরত গ্রেড-১৯ ও গ্রেড-২০ ভুক্ত পদের কর্মচারীদের পদোন্নতি প্রদানের লক্ষ্যে চুড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ সংক্রান্ত DSHE এর নির্দেশনা।(১৭/০৭/২০২৩)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা

www.dshe.gov.bd


স্মারক নং : 37.০2.০০০০.105.12.003, 22-12682/12


তারিখ : ১৭/০৭/২০২৩ খ্রি.


বিষয় : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরাধীন দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্বখাতে কর্মরত গ্রেড-১৯ ও গ্রেড-২০ ভুক্ত পদের কর্মচারীদের পদোন্নতি প্রদানের লক্ষ্যে চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরাধীন দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্বখাতে কর্মরত গ্রেড-১৯ ও গ্রেড-২০ ভুক্ত পদের কর্মচারীদের পদোন্নতি প্রদানের লক্ষ্যে অধিদপ্তরের 26/04/2023 খ্রি. তারিখের নং- 37.02.0000.101.12.003.22-7397 স্মারক আদেশ মোতাবেক গ্রেডভিত্তিক খসড়া জ্যেষ্ঠতা প্রকাশ করা হয়। তৎপ্রেক্ষিতে, প্রকাশিতব্য তালিকাসমূহ হতে নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা, ২০১১ এর বিধি ৯ এর উপবিধি-৩ মোতাবেক প্রস্তুতকৃত চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা (এসঙ্গে আপলোডকৃত) এতদ্বারা প্রকাশ করা হলো।


স্বাক্ষরিত


(বিপুল চন্দ্র বিশ্বাস)

উপপরিচালক (সাধারণ প্রশাসন)

ফোন: ০২-৪১০৫২১৭৩



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.