ad

মাঠ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ডেঙ্গু বিস্তার রোধে প্রতিরোধমুলক ব্যবস্থা এবং বন্যা জনিত কারণে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিষয় সরেজমিন মনিটরিং সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১৭/০৭/২০২৩)

Views

 


মাঠ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ডেঙ্গু বিস্তার রোধে প্রতিরোধমুলক ব্যবস্থা এবং বন্যা জনিত কারণে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিষয় সরেজমিন মনিটরিং সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১৭/০৭/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর 

মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং

শিক্ষা ভবন, ঢাকা

www.dshe.gov.bd


স্মারক নম্বর- 37.০2.০000.115.52.001.19. ১৪৩


তারিখ: 17/07/2023 খ্রি:


বিষয়: মাঠ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ডেঙ্গু বিস্তার রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং বন্যাজনিত কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিষয় সরেজমিন মনিটরিং।


১. সূত্র: সাধারণ প্রশাসন শাখা: 31.02.0000.101.99.15.23-12202/6, তারিখ- 06/07/2013 খ্রিঃ । 

২. সূত্র: কলেজ ও প্রশাসন শাখা: 37.02.0000.101.23,003.22-12377/10, তারিখ- ০৯/০৭/2023 খ্রিঃ।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। সে মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে মাউশি'র আওতাধীন সকল কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধান বরাবর একটি নির্দেশনা পত্র জারি করা হয়েছে। এছাড়া সম্প্রতি অতি বৃষ্টির কারণে এবং উজান থেকে নেমে আসা অতিরিক্ত পানির প্রভাবে দেশের কোন কোন স্থানে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের জানমালের নিরাপত্তার স্বার্থে মাউশি অধিদপ্তরের আওতাধীন বন্যাকবলিত সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশনা পত্র জারি করা হয়েছে।


উল্লিখিত পত্রদ্বয়ে বর্ণিত নির্দেশনা মোতাবেক তাঁর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা/ কোন ব্যবস্থা নেয়া হয়ে থাকলে তার তথ্য এবং বন্যা জনিত কারণে ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত তথ্য আগামী ২৫/০৭/২০২৩ তারিখের মধ্যে ই-মেইলে প্রেরিত গুগল লিংকে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


বিষয়টি অতীব জরুরী।

স্বাক্ষরিত 

প্রফেসর মো: আমির হোসেন) 

পরিচালক

মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.