ad

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা “স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪ বছর মেয়াদী ২য় শ্রেণির স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি” প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (১৭/০৭/২০২৩)

Views

 


 সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা “স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪ বছর মেয়াদী ২য় শ্রেণির স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি” প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (১৭/০৭/২০২৩)

সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের পদের নিয়োগ বিজ্ঞপ্তির চার বছর মেয়াদী অনার্স ডিগ্রিধারীদের অংশগ্রহণের বিষয়ে সুযোগ দেওয়ার ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাবলিক সার্ভিস কমিশন কে আজ ( ১৭.০৭.২০২৩) পত্র দিয়েছেন। ২০১৫ ও ২০১৮ সালের বিজ্ঞপ্তির ন্যায় বিজ্ঞপ্তি সংশোধনের জন্য অনুরোধ করেছেন।

৪ বছর মেয়াদী ২য় শ্রেণির স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারীদের এটিইও পদে আবেদনের যৌক্তিকতা তুলে ধরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) পত্র প্রেরণ করা হয়েছে।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 প্রশাসন-১ শাখা 

www.mopme.gov.bd


স্মারক নম্বর: 38.001.011.00.00.005.23.500


তারিখ: ২ শ্রাবণ ১৪৩০

১৭ জুলাই 2023


বিষয়: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা “স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪ বছর মেয়াদী ২য় শ্রেণির স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি” প্রসঙ্গে। 

সূত্র: জনাব মাজেদুল হক ভূঁইয়া, সহকারী শিক্ষক, বাঙ্গুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবীদ্বার, কুমিল্লা ও জনাব মোঃ সজিব মিয়া, সহকারী শিক্ষক, চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেঘনা, কুমিল্লা-এর ১১/০৭/২০২৩ তারিখের আবেদন।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ২৬ জুন ২০২৩ তারিখের ৮০.০০.০০০০.৩০১,৭৩,০০২,২৩-৮৮ নং স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি নম্বর (32-51)/2023) ১০ম গ্রেডের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে নিযোগের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে “কোনো স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রিসহ ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি”। ইতঃপূর্বে ২০১৫ ও ২০১৮ সালের নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে শিক্ষাগত যোগ্যতা ছিলো "কোনো স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে ২য শ্রেণীর স্নাতক ডিগ্রিসহ ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক(সম্মান) ডিগ্রি”। সংস্থাপন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত "সরকারী চাকুরীতে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ (বিশেষ বিধান) বিধিমালা, ২০০৩”-তে নিয়োগ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

০২। এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেজেটেড অফিসার ও নন-গেজেটেড কর্মচারীদের নিয়োগ বিধিমালা ১৯৮৫ (সংশোধিত ১৯৯৪), বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২০১৫ ও ২০১৮ সালের একই পদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারী চাকুরীতে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ (বিশেষ বিধান) বিধিমালা, ২০০৩ যাচাইপূর্বক বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ২৬ জুন ২০২৩ তারিখের ৮০.০০,০০০0,৩০১.৭৩.00২.২৩-৮৮ নং স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি নম্বর (৩২-৫১)/২০২৩) ১০ম গ্রেডের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদের নিযোগ যোগ্যতার শর্ত সংক্রান্ত জটিলতা অবসান এবং বিজ্ঞপ্তি সংশোধনের প্রয়োজন হলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


সংযুক্তি: বর্ণনামতে ১৮ (আঠারো) পাতা।


স্বাক্ষরিত


 মোঃ আব্দুল মালেক

উপসচিব 

ফোন: +8802223351801

ইমেইল: sasad1@mopme.gov.bd




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.