ad

উপজেলা/থানা রিসোর্স সেন্টার (ইউআরসি/টিআরসি)-এর কার্যক্রম সংক্রান্ত পরিপত্র প্রেরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৭/০৫/২০২৩)

Views

 


উপজেলা/থানা রিসোর্স সেন্টার (ইউআরসি/টিআরসি)-এর কার্যক্রম সংক্রান্ত পরিপত্র প্রেরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৭/০৫/২০২৩)


উপজেলা রিসোর্স সেন্টার এ কর্মকর্তাদের জব ডেসক্রিপশন ২০২৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

মিরপুর-২, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

তারিখ: ২৪ বৈশাখ ১৪৩০ ০৭. মে 2023

স্মারক নম্বর: 38.01,0000,600.99,031,22-52/1 বিষয়: উপজেলা/থানা রিসোর্স সেন্টার (ইউআরসি/টিআরসি)-এর কার্যক্রম সংক্রান্ত পরিপত্র প্রেরণ।

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শ্রেণিকক্ষে শিখন-শেখানো প্রক্রিয়ার মানোন্নয়নে স্থানীয় পর্যায়ে একাডেমিক সেবা প্রদানের নিমিত্ত উপজেলা/থানা রিসোর্স সেন্টার স্থাপন করা হয়। উপজেলা/ থানা রিসোর্স সেন্টারসমূহকে অধিকতর গতিশীল করার জন্যে। এতে নিয়োজিত ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর, ডাটা এন্ট্রি অপারেটর ও নৈশ প্রহরীগণের দায়িত্ব ও বিভিন্ন দপ্তরের সঙ্গে এর সংশ্লিষ্টতা সংক্রান্ত নির্দেশাবলি পর্যালোচনাপূর্বক হালফিল করা হলো।

২। পরিপত্রে বর্ণিত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করে উপজেলা/ থানা রিসোর্স সেন্টারের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। প্রসঙ্গত উল্লেখ্য এ সংক্রান্ত ইতোপূর্বে জারিকৃত সকল সার্কুলার বা আদেশ এতদসঙ্গে বাতিল বলে গণ্য হবে।

৩। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

সংযুক্তি: ০৭ (সাত) পাতা।

ড: উত্তম কুমার দাশ

পরিচালক (প্রশিক্ষণ) ফোন: ০২-৫৫০৭৪৯২২

ইমেইল: adptidpe@yahoo.com


উপজেলা/থানা রিসোর্স সেন্টার (ইউআরসি/টিআরসি) উপজেলা/থানা রিসোর্স সেন্টারের লক্ষ্য: একাডেমিক সহায়তা প্রদান ও ধারাবাহিক প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরিকালীন পেশাগত দক্ষতার উন্নয়ন। উপজেলা/থানা রিসোর্স সেন্টারের উদ্দেশ্য : ১. প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের পেশাগত দক্ষতার উন্নয়ন; ২. বিদ্যালয় ও শ্রেণিকক্ষে শিখন-শেখানো প্রক্রিয়ার মানোন্নয়ন; ৩. বিদ্যালয়ে টিচার্স সাপোর্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠা; ৪. শিখন-কাজে গঠনমূলক (ধারাবাহিক) মূল্যায়ন প্রচলন; ৫. প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখনের গুণগতমান উন্নয়ন; ৬. প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ চাহিদা নিরূপণ; ৭. স্বল্পমেয়াদি প্রশিক্ষণ বাস্তবায়ন; ৮. শিক্ষক প্রশিক্ষণ মূল্যায়ন প্রচলন; ৯. অনুস্মারক/সঞ্জীবনী প্রশিক্ষণের ব্যবস্থা করা;

১০. শিক্ষকদের জন্য সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পদ্ধতির উন্নয়ন; ১১. শিক্ষকদের তথ্য ভান্ডার (ডাটা ব্যাংক) প্রতিষ্ঠা; ১২. বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক অভিভাবক সমিতিকে শক্তিশালীকরণ; ১৩. সামাজিক উদ্বুদ্ধকরণ। উপজেলা/থানা রিসোর্স সেন্টারের কার্যাবলি: ১. একাডেমিক সুপরভিশন প্রক্রিয়ায় শিক্ষকদের শিখন-শেখানো কার্যক্রম পরিচালনায় সঠিক পদ্ধতি ও কৌশল প্রয়োগে সহায়তা প্রদান; ২. প্রাথমিক বিদ্যালয়ের পাক্ষিক/একাডেমিক সভার কার্যক্রম তদারকি এবং ক্লাস্টার/উপজেলা পর্যায়ে শিক্ষকদের নিয়ে একাডেমিক সভা পরিচালনা;

৩. প্রাথমিক বিদ্যালয়ের পাক্ষিক/একাডেমিক সভার প্রতিবেদন এবং ইউআরসি'র শিক্ষক প্রশিক্ষণ মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা করে শিক্ষকদের প্রশিক্ষণ চাহিদা নিরূপণ; ৪. প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন, প্রশিক্ষণ সামগ্রী উন্নয়ন/সংগ্রহ ও প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন;

৫. প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)তে চলমান প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মৌলিক/বুনিয়াদি প্রশিক্ষণের বাস্তবায়নে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান; ৬. স্বল্পমেয়াদি প্রশিক্ষণ আয়োজন, প্রশিক্ষণ পরিচালনা ও সমন্বয় সাধন;

৭. শ্রেণিকক্ষে পিটিআই ও ইউআরসি হতে প্রাপ্ত প্রশিক্ষণ বাস্তবায়ন পরিবীক্ষণ এবং সঞ্জীবনী প্রশিক্ষণের আয়োজন; ৮. টিচার্স সাপোর্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠায় ‘পাঠ সমীক্ষা' কার্যক্রম তদারকি ও ফলাবর্তন প্রদান এবং কর্মশালার আয়োজন;

৯. প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান এবং আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণের আয়োজন;

১০. প্রাথমিক বিদ্যালয়ের শিখন-কাজে গঠনমূলক (ধারাবাহিক) মূল্যায়ন প্রচলনে সহায়তা প্রদান এবং অভীক্ষাপত্র প্রণয়নে কর্মশালার আয়োজন;

১১. চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ লিফলেট উন্নয়ন এবং সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিদর্শন; ১২. প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) ও শিক্ষক অভিভাবক সমিতি (পিটিএ)'র সদস্যদের জন্য প্রশিক্ষণ আয়োজন;

১৩. প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন সময়ে এসএমসি ও পিটিএ সভা, অভিভাবক/মা সমাবেশ, উঠান বৈঠকে অংশগ্রহণ এবং হোমভিজিট করা; ১৪. প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম তদারকি এবং বিদ্যালয়ে শিশুবান্ধব পরিবেশ উন্নয়নে সহায়তা প্রদান;


১৫. স্থানীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার স্টেকহোল্ডারদের নিয়ে সামাজিক উদ্বুদ্ধকরণ সেমিনার/কর্মশালার আয়োজন;

১৬. প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য সংবলিত ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ করা; ১৭. প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের (প্রশিক্ষণ-পূর্ব, প্রশিক্ষণ-কালীন ও প্রশিক্ষণ-পরবর্তী) পেশাগত আচরণ ও পারঙ্গমতা পর্যালোচনা ও ফলাফলের ভিত্তিতে প্রশিক্ষণ মূল্যায়ন করা; ১৮. পেশাগত উন্নয়নে কর্ম-সহায়ক গবেষণা (Action Research) পরিচালনা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম-সহায়ক গবেষণায় সহায়তা প্রদান;

১৯. প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বই-পুস্তক, ম্যাগাজিন ও সাময়িকী সংগ্রহ এবং লাইব্রেরি ব্যবস্থাপনা; ২০. জাতীয় দিবস উদযাপন, প্রতিযোগিতার আয়োজন এবং উন্নয়ন মেলায় অংশগ্রহণ বিষয়ে স্থানীয় প্রশাসন ও উপজেলা/থানা শিক্ষা অফিসের সাথে সমন্বয় সাধন; ২১. উপজেলা/থানা ভিত্তিক প্রাথমিক শিক্ষার তথ্য সম্বলিত নিউজলেটার প্রকাশ ও প্রচার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন উপজেলা/থানা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর, ডাটা এন্ট্রি অপারেটর ও নিরাপত্তা প্রহরীগণ (নৈশ প্রহরী) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিম্নবর্ণিত দায়িত্বসমূহ পালন করবেন।

ইন্সট্রাক্টর এর দায়িত্ব ও কর্তব্য: যোগাযোগ ও সমন্বয় সাধন সংশ্লিষ্ট দায়িত্ব: ১. পিটিআই সুপারিনটেনডেন্ট-এর নিকট দায়বদ্ধ থেকে ইউআরসি'র একাডেমিক ও প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন; ২. সুপারিনটেনডেন্ট, পিটিআই-এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করে প্রশিক্ষণ ও অন্যান্য কার্যাবলি বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করবেন; ৩. জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মাসিক সমন্বয় সভায় যোগদান করে ইউআরসি'র মাসিক কার্যক্রম উপস্থাপন ও পরবর্তী মাসের কর্মসূচি পেশ করবেন; ৪. নির্ধারিত সময়ের মধ্যে সুপারিনটেনডেন্ট, পিটিআই-এর সাথে বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি সমাপন এবং সুপারিনটেনডেন্ট কর্তৃক বার্ষিক কর্ম-পরিকল্পনা ও ভ্রমণসূচি অনুমোদন করাবেন; ৫. উপজেলা/থানা শিক্ষা কমিটির সভায় অংশগ্রহণ করবেন কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা প্রদান করবেন; ৬. উপজেলা/থানা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় যোগদান করে একাডেমিক বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করা; ৭. প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পাক্ষিক সভার কার্যক্রম তদারকি করাসহ উপজেলা/থানা শিক্ষা অফিসারের সাথে সমন্বয় সাধন করে ক্লাস্টার/উপজেলা পর্যায়ে শিক্ষকদের নিয়ে একাডেমিক সভা পরিচালনা করবেন;

৮. প্রধান শিক্ষক থেকে প্রাপ্ত পাক্ষিক সভার প্রতিবেদন পর্যালোচনা ও একাডেমিক সভার সিদ্ধান্তের আলোকে চাহিদাভিত্তিক সাব- ক্লাস্টার প্রশিক্ষণের চাহিদা নিরূপণে উদ্যোগ নিবেন; ৯. শিক্ষকের প্রশিক্ষণ চাহিদার আলোকে পরিকল্পিত ও আয়োজিতব্য প্রশিক্ষণের জন্য অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষক প্রশিক্ষক মনোনয়নে উপজেলা/থানা শিক্ষা অফিসারের আলোচনা করে ডেপুটেশন সংগ্রহ করবেন; ১০. উপজেলা/থানা শিক্ষা অফিসের সাথে সমন্বয় সাধন করেPEMIS System/ ই-প্রাইমারি স্কুল সিস্টেমেরট্রেনিং ট্র্যাকিং সফটওয়ারে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকের তথ্য এন্ট্রিসহ সকল শিক্ষকের প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য হালনাগাদ করাসহ শিক্ষক ডাটাবেজ উন্নয়নের মাধ্যমে শিক্ষক প্রোফাইল প্রস্তুত করবেন; ১১. স্থানীয় প্রশাসন ও শিক্ষা অফিসের সাথে সমন্বয় সাধন করে জাতীয় দিবস পালন করাসহ প্রতিযোগিতা আয়োজন ও উন্নয়ন মেলায় অংশগ্রহণ করবেন; একাডেমিক দায়িত্ব: ১২. নির্ধারিত প্রমাপ অনুযায়ী নিয়মিত বিদ্যালয় পরিদর্শন ও কার্যক্রম পর্যবেক্ষণ করে মাসিক প্রতিবেদন (সহকারী ইন্সট্রাক্টরের প্রতিবেদন একত্রিত করে) পিটিআই সুপারিনটেনডেন্ট বরাবর প্রেরণ করবেন এবং এর অনুলিপি উপজেলা/থানা শিক্ষা অফিসে ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পাঠাবেন;

১৩. প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ, পাঠ-সমীক্ষা ও মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়ন তদারকি করবেন এবং শিক্ষকদের শ্রেণি শিখন-শেখানো প্রক্রিয়ার মানোন্নয়নে একাডেমিক সহায়তা প্রদান করবেন;

১৪. বিদ্যালয় পরিদর্শন সময় এসএমসি ও পিটিএ সভা, অভিভাবক ও মা সমাবেশ, উঠোন বৈঠকে অংশগ্রহণ করবেন এবং প্রমাপ অনুযায়ী হোম ভিজিট করে প্রতিবেদন (সহকারী ইন্সট্রাক্টরের প্রতিবেদন একত্রিত করে) পিটিআই সুপারিনটেনডেন্ট বরাবর প্রেরণ করে অনুলিপি অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পাঠাবেন;

১৫. পিটিআইতে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষকদের মৌলিক/বুনিয়াদি প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট মেন্টরিং ও সহায়তামূলক দায়িত্ব পালন করবেন;

১৬. চাহিদাভিত্তিক স্বল্পমেয়াদি প্রশিক্ষণের জন্য পরিকল্পনা প্রণয়ণসহ প্রশিক্ষণ উপকরণ উন্নয়ন/সংগ্রহের উদ্যোগ গ্রহণ করবেন;

১৭. অনুমোদিত প্রশিক্ষণ পরিকল্পনার আলোকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রশিক্ষণ আয়োজনসহ সমন্বয়কের

দায়িত্ব পালন করবেন;

১৮. স্থানীয় পর্যায়ে আয়োজিত প্রশিক্ষণ বাস্তবায়নে প্রয়োজনবোধে নীতিমালার আলোকে প্রশিক্ষক/সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন;

১৯. শ্রেণিকক্ষে প্রশিক্ষণ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন করে ফলোআপ বা সঞ্জীবনী প্রশিক্ষণের ব্যবস্থা করবেন; 

২০. ইউআরসি/টিআরসি সংশ্লিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরীক্ষণ বিদ্যালয়ের ন্যায় প্রশিক্ষণ চলাকালীন ব্যবহার করবেন এবং উক্ত বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। 

২১. নির্ধারিত প্রমাপ অনুযায়ী সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিদর্শন করে পরিদর্শন প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিনটেনডেন্ট বরাবর প্রেরণ করবেন এবং এর অনুলিপি অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পাঠাবেন; 

২২. চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণের জন্য প্রাপ্ত বিষয়ের জন্য প্রশিক্ষণ উপকরণ (লিফলেট) উন্নয়ন করে অনুমোদনের জন্য পিটিআই সুপারিনটেনডেন্ট বরাবর প্রেরণ করবেন;

২৩. প্রাথমিক বিদ্যালয় ও শ্রেণির শিখন-কাজে গঠনমূলক (ধারাবাহিক) মূল্যায়ন প্রচলনে একাডেমিক সহায়তা প্রদানসহ শিক্ষকদের অভীক্ষাপত্র প্রণয়নে সহায়তা প্রদানের জন্য নিয়মিত তদারকিসহ ধারাবাহিকভাবে কর্মশালা/প্রশিক্ষণের আয়োজন করবেন;

২৪. উপজেলা শিক্ষা অফিসের সাথে আলোচনা সাপেক্ষে এসএমসি ও পিটিএ'কে শক্তিশালীকরণে কমিটির সদস্যদের জন্য প্রশিক্ষণ আয়োজন করবেন;

২৫. স্থানীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার স্টেকহোল্ডারদের নিয়ে সামাজিক উদ্বুদ্ধকরণ সেমিনার/কর্মশালার আয়োজন করবেন; 

২৬. প্রশিক্ষণপূর্ব শিক্ষদের বিদ্যালয় শ্রেণি-কাজ পর্যবেক্ষণ; প্রশিক্ষণ চলাকালে শিক্ষকদের কৃতকার্যতা (সময়নুবর্তিতা, আগ্রহ, অংশগ্রহণ, উপস্থাপন, বিষয় ও শিক্ষণবিজ্ঞান জ্ঞান, প্রশিক্ষণপূর্ব ও প্রশিক্ষণোত্তর মূল্যায়ন); এবং প্রশিক্ষণ পরবর্তী বিদ্যালয় শ্রেণি-কাজ পর্যবেক্ষণের ফলাফলের আলোকে শিক্ষক প্রশিক্ষণ মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করবেন;

২৭. ইউআরসি'তে বাস্তবায়িত সকল সেমিনার/কর্মশালা/প্রশিক্ষণ প্রতিবেদন এবং শিক্ষক প্রশিক্ষণ মূল্যায়ন সংক্রান্ত গবেষণা প্রতিবেদন উপজেলা/থানা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআই এবং অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগে প্রেরণ করবেন;

২৮. পেশাগত উন্নয়নে কর্ম-সহায়ক গবেষণা পরিচালনা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম-সহায়ক গবেষণায় সহায়তা প্রদান;

২৯. উপজেলা/থানা ভিত্তিক প্রাথমিক শিক্ষার চিত্র ও অগগ্রতির বিবরণ এবং ইউআরসি'র সম্পাদিত কার্যক্রমের ওপর আলোকপাত করে প্রতি অর্থবছরে একটি নিউজলেটার প্রকাশ ও প্রচারের উদ্যোগ গ্রহণ করবেন।

প্রশাসনিক দায়িত্ব:

৩০. সকল সরকারি আদেশ, পরিপত্র ও নির্দেশনা প্রতিপালন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের জারিকৃত চিঠিপত্র রিসিভ ও ডেসপ্যাচ সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করবেন;

৩১. নির্ধারিত সিটিজেন চার্টার, বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি (এপিএ), জাতীয় শুদ্ধাচার কৌশল এবং তথ্য অধিকার আইন বাস্তবায়ন

করবেন;

৩২. বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি (এপিএ) কমিটি এবং জেন্ডার কমিটি সভা আয়োজন এবং সভার কার্যবিবরণী পিটিআই সুপারিনটেনডেন্ট বরাবর প্রেরণ করবেন;

৩৩. অধঃস্তন কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কার্যক্রম তদারকি করাসহ সেন্টার ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বিধিমোতাবেক সম্পন্ন করবেন; 


৩৪. নিয়ন্ত্রণাধীন কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য তহবিলের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন; 

৩৫. অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি, পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধাদি মঞ্জুর করাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ন করবেন;

৩৬. অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন/বিশেষ প্রত্যয়নপত্র/ সার্ভিসবুক লিখন শেষে পিটিআই সুপারিনটেনডেন্ট বরাবর অগ্রায়ন করবেন;

৩৭. ইউআরসি'র লাইব্রেরি এবং স্থাবর ও অস্থাবর সম্পদের রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করবেন;

৩৮. এছাড়াও সময়ে সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের নির্দেশিত দায়িত্ব পালন করবেন।

সহকারী ইন্সট্রাক্টর এর দায়িত্ব ও কর্তব্য :

১. ইউআরসি ইন্সট্রাক্টর-এর তত্ত্বাবধানে ইউআরসি'র একাডেমিক, প্রশাসনিক, যোগাযোগ ও সমন্বয় সাধন কাজে সার্বিক সহায়তা প্রদান করবেন; 

২. ইউআরসি'তে অনুষ্ঠিতব্য সকল প্রশিক্ষণ/কর্মশালা/সেমিনারের পরিকল্পনা প্রণয়ন ও এ সবের আয়োজনে অংশগ্রহণ করবেন;

৩. নির্ধারিত প্রমাপ অনুযায়ী নিয়মিত বিদ্যালয় পরিদর্শন ও কার্যক্রম পর্যবেক্ষণ করে মাসিক প্রতিবেদন ইউআরসি ইন্সট্রাক্টর বরাবর দাখিল করবেন; 

৪. প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ, পাঠ-সমীক্ষা ও মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়ন তদারকি করবেন এবং শিক্ষকদের শ্রেণি শিখন-শেখানো প্রক্রিয়ার মানোন্নয়নে একাডেমিক সহায়তা প্রদান করবেন; 

৫. পেশাগত উন্নয়নে কর্ম-সহায়ক গবেষণা পরিচালনা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম-সহায়ক গবেষণায় সহায়তা প্রদান; 

৬. বিদ্যালয় পরিদর্শন সময় এসএমসি ও পিটিএ সভা, অভিভাবক ও মা সমাবেশ, উঠোন বৈঠকে অংশগ্রহণ করবেন এবং প্রমাপ অনুযায়ী হোম ভিজিট করে প্রতিবেদন ইউআরসি ইন্সট্রাক্টর বরাবর দাখিল করবেন;

৭. পিটিআইতে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষকদের মৌলিক/বুনিয়াদি প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট মেন্টরিং ও সহায়তামূলক দায়িত্ব পালন করবেন;

৮. চাহিদাভিত্তিক স্বল্পমেয়াদি প্রশিক্ষণের জন্য পরিকল্পনা প্রণয়ণসহ প্রশিক্ষণ উপকরণ উন্নয়ন/সংগ্রহে ইউআরসি ইন্সট্রাক্টরকে সহায়তা করবেন;

৯. অনুমোদিত প্রশিক্ষণ পরিকল্পনার আলোকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রশিক্ষণ আয়োজনসহ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন; 

১০. স্থানীয় পর্যায়ে আয়োজিত প্রশিক্ষণ বাস্তবায়নে প্রয়োজনবোধে নীতিমালার আলোকে প্রশিক্ষক/সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন; 

১১. নির্ধারিত প্রমাপ অনুযায়ী সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিদর্শন করে পরিদর্শন প্রতিবেদন ইউআরসি ইন্সট্রাক্টর বরাবর দাখিল করবেন;

১২. চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণের জন্য প্রাপ্ত বিষয়ের জন্য প্রশিক্ষণ উপকরণ (লিফলেট) উন্নয়নে ইউআরসি ইন্সট্রাক্টরকে সহায়তা করবেন;

১৩. প্রাথমিক বিদ্যালয় ও শ্রেণির শিখন-কাজে গঠনমূলক (ধারাবাহিক) মূল্যায়ন প্রচলনে একাডেমিক সহায়তা প্রদান করবেন;

১৪. ইউআরসিতে অনুষ্ঠিত সকল প্রশিক্ষণের শিক্ষক প্রশিক্ষণ মূল্যায়নে অংশগ্রহণ করবেন; ১৫. ইউআরসি কর্তৃক সম্পাদিত নিউজলেটার প্রকাশ ও প্রচারে দায়িত্ব পালন করবেন;

১৬. ডাটা এন্ট্রি অপারেটরের সহায়তায় ইউআরসি'র নথি/রেজিস্টার, মালামাল ও রেকর্ডপত্র সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করবেন;

১৭. ডাটা এন্ট্রি অপারেটরের সহায়তায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য হালনাগাদ করাসহ শিক্ষক ডাটাবেজ উন্নয়নের মাধ্যমে শিক্ষক প্রোফাইল প্রস্তুতে দায়িত্ব পালন করবেন;

১৮. ডাটা এন্ট্রি অপারেটরের সহায়তায় জাতীয় তথ্য বাতায়নে অন্তর্ভুক্ত ইউআরসি'র ওয়েব পোর্টাল হালনাগাদ ও উন্নয়নের দায়িত্ব পালন করবেন;

১৯. ডাটা এন্ট্রি অপারেটর এবং নিরপত্তা প্রহরী (নৈশ প্রহরী) এর অর্পিত দায়িত্ব পালন তদারকি ও নিশ্চিত করবেন; 

২০. এ ছাড়াও সময়ে সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব পালন করবেন।

ডাটা এন্ট্রি অপারেটর এর দায়িত্ব ও কর্তব্য:

১. ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরের নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করবেন; 

২. ইউআরসিতে আয়োজিত প্রশিক্ষণ/কর্মশালা/সেমিনারের সহায়ক স্টাফ হিসেবে উপকরণ সংগ্রহ ও বিতরণ, হাজিরা সংরক্ষণ ও বিল-ভাউচার প্রস্তুতসহ যাবতীয় দায়িত্ব পালন করবেন;

৩. সহকারী ইন্সট্রাক্টরের তত্ত্বাবধানে ইউআরসি'র নথি (ই-নথি), মালামাল ও রেকর্ডপত্র সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করবেন; 

৪. সহকারী ইন্সট্রাক্টরের তত্ত্বাবধানে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য হালনাগাদ করাসহ শিক্ষক ডাটাবেজ উন্নয়নের মাধ্যমে শিক্ষক প্রোফাইল প্রস্তুতে দায়িত্ব পালন করবেন; 

৫. সহকারী ইন্সট্রাক্টরের তত্ত্বাবধানে জাতীয় তথ্য বাতায়নে অন্তর্ভুক্ত ইউআরসি'র ওয়েব পোর্টাল হালনাগাদ ও উন্নয়নের দায়িত্ব পালন করবেন;

৬. ইউআরসি'র ডিডিও এর তত্ত্বাবধানে ই-একাউন্টিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার ও হালনাগাদকরণের দায়িত্ব পালন; 

৭. ইউআরসি'র ডিডিও এর তত্ত্বাবধানে আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিল-রেজিস্টার হালনাগাদ করবেন;

৮. এ ছাড়াও সময়ে সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব পালন করবেন।

নিরাপত্ত প্রহরী (নৈশ প্রহরীর) এর দায়িত্ব ও কর্তব্য:

১. ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর ও ডাটা এন্ট্রি অপারেটর এর নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করবেন;

২. রাতের বেলায় ইউআরসি'তে অবস্থান করে ইউআরসি'র স্থায়ী ও অস্থায়ী সম্পদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন; 

৩. অফিস শুরুর আগে অফিস খোলা ও পতাকা উত্তোলন এবং অফিস সময় শেষে পতাকা নামানো ও অফিস বন্ধ করার দায়িত্ব পালন করবেন; 

৪. আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মীর সহায়তায় ইউআরসি প্রাঙ্গন ও ভবনের সকল কক্ষ ও শৌচাগারের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন; 

৫. ইউআরসিতে আয়োজিত প্রশিক্ষণ/কর্মশালা/সেমিনারের সহায়ক স্টাফ হিসেবে উপকরণ সংগ্রহ ও বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আসন-ব্যবস্থাসহ যাবতীয় দায়িত্ব পালন করবেন;

৬. এ ছাড়াও সময়ে সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব পালন করবেন।

ইউআরসি/টিআরসি'র কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য

বিভাগীয় উপ-পরিচালকের সংশ্লিষ্টতা:

১. প্রতি মাসে ২টি ইউআরসি/টিআরসি নিবিড়ভাবে পরিদর্শন করবেন এবং নির্ধারিত ছকে প্রতিবেদন সংশ্লিষ্ট সুপার, পিটিআই ও পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) বরাবর প্রেরণ করবেন;

২. বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন পরিবীক্ষণ করবেন; 

৩. ইউআরসি ইন্সট্রাক্টরগণের বার্ষিক গোপনীয় অনুবেদনে প্রতিস্বাক্ষর করবেন;

৪ . ইউআরসি এর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের টাইম-স্কেল মঞ্জুর করবেন; 

৫. ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরগণের শ্রান্তি বিনোদন ভাতা, দক্ষতা সীমা, অন্যান্য ছুটির আবেদনপত্র অগ্রায়ন করবেন;

৬. বিভাগের মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বদলি নিষ্পত্তি করবেন;

৭. উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ইউআরসি সংক্রান্ত যেকোনো দায়িত্ব পালন করবেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সংশ্লিষ্টতা:

১. উপজেলা রিসোর্স সেন্টার তাঁর নিয়মিত পরিদর্শনের আওতায় থাকবে। উপজেলা পরিদর্শনের সময় উপজেলা রিসোর্স সেন্টারও পরিদর্শন করবেন। উপজেলা রিসোর্স সেন্টারের কোন অনিয়ম ও শৃঙ্খলাজনিত ঘটনা তার নজরে আসা মাত্র বিষয়টি পিটিআইসুপারকে লিখিতভাবে অবহিত করবেন। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করবেন;

২. উপজেলা প্রাথমিক শিক্ষা বিষয়ে সমসাময়িক তথ্য, বিদ্যালয় ও শিক্ষক প্রোফাইল, শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদি তথ্য (ডাটাবেজ) তৈরী ও সংরক্ষণে ইউআরসি-কে সহযোগিতা করবেন; 

৩. চাহিদা মোতাবেক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যথাসময়ে ডেপুটেশন প্রদান/ডেপুটেশন প্রদানে টিইও/ইউইওদের নির্দেশনা প্রদান ও উপস্থিতি নিশ্চিত করবেন;

৪. উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইউআরসি'র সাথে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও ইউআরসিকে সহযোগিতা করবেন; 

৫. বিদ্যালয় পরিদর্শনের সময় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ প্ৰশিক্ষণ লব্ধজ্ঞান বিদ্যালয়ে প্রয়োগ করছে কিনা তা পরিবীক্ষণ করবেন;

৬. অবসরপ্রাপ্ত, বদলি ও প্রেষণের অফিস আদেশের কপি ইউআরসিতে প্রেরণ করবেন; 

৭. ইউআরসি ইন্সট্রাক্টরগণকে জেলায় অনুষ্ঠিতব্য মাসিক সমন্বয় সভায় যোগদানের আহ্বান জানাবেন। উক্ত সভায় ইন্সট্রাক্টরগণ ইউআরসি'র মাসিক কার্যক্রম এবং পরবর্তী মাসের কর্মসূচি উপস্থাপন করবেন; 

৮. উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ইউআরসি সংক্রান্ত যেকোনো দায়িত্ব পালন করবেন।

পিটিআই সুপারের সংশ্লিষ্টতা :

১. ইউআরসি'র একাডেমিক ও প্রশাসনিক প্রধান হিসেবে তাঁর আওতাধীন ইউআরসি'র সামগ্রিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন এবং এর জন্য দায়বদ্ধ থাকবেন;

২. ইউআরসি ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করে বার্ষিক কর্মপরিকল্পনা অনুমোদনের উদ্যোগ গ্রহণ করবেন; 

৩. ইউআরসি'র কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার জন্য মাসিক সমন্বয় সভা আহ্বান করবেন;

৪. ইউআরসি'র কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও পরিবীক্ষণ করার জন্য বিদ্যমান কাঠামোর মধ্যে পিটিআইতে একটি সেল গঠন করবেন; 

৫. ইন্সট্রাক্টরের নৈমিত্তিক ছুটি, ভ্রমণসূচি অনুমোদনসহ ভ্রমণবিল মঞ্জুর করবেন;

৬. ইন্সট্রাক্টর বার্ষিক গোপনীয় অনুবেদন লিখবেন এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর বার্ষিক গোপনীয় অনুবেদনে প্রতিস্বাক্ষর করবেন;

৭. ইউআরসিতে নিয়ম-শৃঙ্খলা বিরোধী কোন ঘটনা ঘটলে তার নিষ্পত্তি করবেন এবং প্রয়োজনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন;

৮. ইউআরসি'র সার্বিক প্রশিক্ষণ কার্যক্রম পরিবীক্ষণ ও মূল্যায়ন করবেন;

৯. প্রতি মাসে কমপক্ষে ১টি ইউআরসি নিবিড়ভাবে পরিদর্শন করবেন যেন বছরে তাঁর আওতাধীন সকল ইউআরসি কমপক্ষে ১ বার পরিদর্শন নিশ্চিত হয়। এ সম্পর্কিত প্রতিবেদন নির্ধারিত ছকে পরিচালক (প্রশিক্ষণ) বরাবর প্রেরণ করবেন; 

০. ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর ও অন্যান্যদের নৈমিত্তিক ছুটি ব্যতীত অন্যান্য ছুটির আবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অগ্রায়ন করবেন; 

১১. উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ইউআরসি সংক্রান্ত যেকোনো দায়িত্ব পালন করবেন।

উপজেলা/থানা শিক্ষা অফিসারের সংশ্লিষ্টতা:

১. চাহিদা মোতাবেক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যথাসময়ে ডেপুটেশন প্রদান নিশ্চিত করবেন; 

২. প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বিদ্যালয়ে শিখন-শেখানো কার্যক্রমে কতটা প্রয়োগ করছেন তা পর্যবেক্ষণ করবেন;

৩. ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরকে বিদ্যালয়ের শিখন-শেখানো কার্যক্রম পর্যবেক্ষণে সহায়তা করবেন; 

৪. উপজেলা পর্যায়ে প্রতিমাসে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় ইউআরসি ইন্সট্রাক্টরকে যোগদানের আহ্বান জানাবেন;

৫. উপজেলা শিক্ষক প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য সংক্রান্ত ডাটাবেজ তৈরী ও সংরক্ষণে সহায়তা করবেন; 

৬. উপজেলা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় উপজেলা শিক্ষা অফিসার ইউআরসিতে সংরক্ষিত বিদ্যালয় ও শিক্ষক সংক্রান্ত ডাটাবেজ ব্যবহার করবেন; 

৭. ইউআরসি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করবেন;

৮. উপজেলা রিসোর্স পুল গঠনে এবং উপজেলা শিক্ষা উপকরণ প্রদর্শনীর আয়োজনে ইউআরসিকে প্রয়োজনীয় সহায়তা করবেন; 

৯. উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ইউআরসি সংক্রান্ত যেকোনো দায়িত্ব পালন করবেন।

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের সংশ্লিষ্টতা:

১. শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত ডাটাবেজ তৈরিতে ইউআরসিকে সহায়তা করবেন; 

২. বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে শিক্ষকদের দুর্বলতা চিহ্নিত করে বিষয়ভিত্তিক ও অন্যান্য প্রশিক্ষণের জন্য ইউআরসিতে প্রেরণ করবেন;

৩. রিসোর্স সেন্টারের যাবতীয় কার্যক্রম পরিচালনায় প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করবেন;

8. শিখন-শেখানো সামগ্রী, উপকরণ ইত্যাদি সংগ্রহে সহায়তা করবেন; 

৫. সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পর্যবেক্ষণে ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরদের প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংশ্লিষ্টতা:

১. প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পাক্ষিক সভার কার্যবিবরণী/প্রতিবেদন প্রতিমাসের ৫ তারিখের মধ্যে উপজেলা/থানা শিক্ষা অফিসার ও ইউআরসি ইন্সট্রাক্টর বরাবর প্রেরণ করবেন; 

২. প্রাথমিক বিদ্যালয়ে পাঠ সমীক্ষা পরিচালনা ও মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়নে এবং শিক্ষকদের শ্রেণি শিখন-শেখানো প্রক্রিয়ার মানোন্নয়নে একাডেমিক সহায়তা প্রাপ্তিতে ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরগণের পরামর্শ গ্রহণ করবেন;

৩. ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরদের পরিকল্পিত বিদ্যালয়ে পরিদর্শন সময়ে এসএমসি ও পিটিএ সভা, অভিভাবক ও মা সমাবেশ, উঠোন বৈঠক ও হোমভিজিট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করবেন অথবা নিজেদের পরিকল্পনা মোতাবেক আয়োজন করে ইউআরসি ইন্সট্রাক্টরকে অবহিত করবেন; 

৪. প্রাথমিক বিদ্যালয় ও শ্রেণির শিখন-কাজে গঠনমূলক (ধারাবাহিক) মূল্যায়ন প্রচলনে ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরগণের একাডেমিক সহায়তা গ্রহণ করবেন;

৫. বিদ্যালয় উন্নয়ন কার্যক্রম যথাযথ সম্পন্নকরণে অসুবিধা পরিলক্ষিত হলে ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরের সহায়তা গ্রহণ করবেন।

নেপ এর সংশ্লিষ্টতা :

১. নেপ এর সংশ্লিষ্ট ফ্যাকাল্টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ইউআরসি'র জনবলকে প্রশিক্ষণ প্রদানের জন্য একটি বিস্তৃত কর্মসূচি প্রণয়ন করবেন;

২. ইউআরসি'র জনবলকে দক্ষ করে গড়ে তোলার জন্য বুনিয়াদি প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণের আয়োজন করবে;

৩. ইউআরসি কার্যক্রম বাস্তবায়নের ওপর নিয়মিত সমীক্ষা, গবেষণা পরিচালনা করবে। প্রাপ্ত ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অবহিত করবে;

৪. ইউআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরামর্শক্রমে বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী, হ্যান্ডবুক ইত্যাদি তৈরি এবং বিতরণ করবে।


স্বাক্ষরিত


ড. উত্তম কুমার দাশ

 পরিচালক (প্রশিক্ষণ) 

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর












পিডিএফ ডাউনলোড

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.