আঞ্চলিক পর্যায়ে ২০২২ সনের শাপলা কাব ও প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন সম্পৰ্কীয় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল এর নির্দেশনা। (২৬/০৭/২০২৩)
আঞ্চলিক পর্যায়ে ২০২২ সনের শাপলা কাব ও প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন সম্পৰ্কীয় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল এর নির্দেশনা। (২৬/০৭/২০২৩)
আঞ্চলিক পর্যায়ে ২০২২ সালের শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন আগামী ১২ আগস্ট ২০২৩ শনিবার নির্ধারিত স্থানে স্ব শরীরে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা।
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল
আঞ্চলিক কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র
( গম গবেষণা কেন্দ্রের উত্তর পার্শ্বে), দশমাইল, কাহারোল, দিনাজপুর।
ই-মেইলঃ dinajpurregionscouts5200@gmail.com, dinajpur@scouts.gov.bd
স্মারক নং- বাঃ ফাঃ পিঃ অঃ (প্রোগ্রাম) / ২৫৭ ( ২৪ ) / ২০২৩
পরিপত্র
বিষয় ঃ আঞ্চলিক পর্যায়ে ২০২২ সনের শাপলা কাব ও প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন সম্পৰ্কীয়।
তারিখ ১১ আষাঢ় ১৪৩০
২৬ জুলাই ২০২৩
উপর্যুক্ত বিষয়ের আলোকে সংশ্লিষ্টগণের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ স্কাউটসের শাপলা কাব ও প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড ২০২২ এর অঞ্চল পর্যায়ের মূল্যায়ন আগামী ১২ আগস্ট ২০২৩ শনিবার সকাল ৯.৩০ ঘটিকায় অঞ্চল কর্তৃক নির্ধারিত (উপজেলা/জেলা স্কাউটসের সাথে পরামর্শক্রমে নির্ধারণ করা হবে) স্থানে স্বশরীরে অনুষ্ঠিত হবে। মূল্যায়নের কতিপয় লক্ষণীয় বিষয়
নিম্নরূপ :
১) অঞ্চল পর্যায়ের মূল্যায়নে অংশগ্রহণের জন্য অ্যাওয়ার্ড প্রার্থীদের নির্ধারিত তারিখে নির্বাচিত স্থানে সকাল ৯.০০ ঘটিকায় যথাযথ ফাউট পোশাকে উপস্থিত হতে হবে,
২) ২০২৩ সনে ৪র্থ বা তার নিচের শ্রেণীতে অধ্যায়নরত কোন কাব স্কাউট ২০২২ এর শাপলা মূল্যায়নে অংশগ্রহণ করতে পারবেনা এবং ২০২৩ সনে ৮ম বা তার নিচের শ্রেণীতে অধ্যায়নরত কোন স্কাউট ২০২২ এর পিএস মূল্যায়নে অংশগ্রহণ করতে পারবেনা।
৩) কাব স্কাউটদের ১ ঘন্টা ৩০ মিনিটে ৫০ নম্বরের (সৃজনশীল-৩০, বহুনির্বাচনী-১০ রচনামূলক-১০) এবং স্কাউটদের ২ ঘন্টা ৩০ মিনিটে ১০০
নম্বরের (সৃজনশীল ৪০ বহুনির্বাচনী ৩০ রচনামূলক-৩০) মূল্যায়ন অনুষ্ঠিত হবে। লিখিত মূল্যায়ন শেষে তাদের মৌখিক ও ব্যবহারিক মূল্যায়ন এবং সাঁতার দেখা হবে।
৪) লিখিত মূল্যায়নে উত্তীর্ণ নম্বর হবে ৭০%।।
৫) আঞ্চলিক মূল্যায়নে অংশগ্রহণে জন্য কলম, পেন্সিল, রেকর্ড বই, আবাসিক ক্যাম্পে অংশগ্রহণের সনদ, স্কাউট আইডি নম্বর (বিএস আইডি) ও সাঁতার উপযোগী পোশাক সাথে নিয়ে আসতে হবে;
৬) কোন অ্যাওয়ার্ড প্রার্থী সাঁতার না পারলে বা আবাসিক ক্যাম্পে অংশগ্রহণের সনদ দেখাতে ব্যর্থ হলে আঞ্চলিক মূল্যায়নে অকৃতকার্য বলে বিবেচিত হবে।
৭) মূল্যায়ন কেন্দ্রের আশেপাশে সাঁতার মূল্যায়ন করা যায় এমন স্থান নির্বাচন করতে হবে। কাব ও ফাউদের যাতায়াত ও অংগ্রহণের সুবিধার্থে ৪০ জনের বেশি হলে উপজেলা ভিত্তিক কেন্দ্র করা হবে।
(৮) অঞ্চল কর্তৃক নির্বাচিত স্কাউটারগণ নির্ধারিত কেন্দ্রে যথাসময়ে উপস্থিত থেকে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করবেন। তাদের রাতে অবস্থানের প্রয়োজন হলে মূল্যায়নকারীদের থাকার ব্যবস্থা সংশ্লিষ্ট উপজেলা/জেলাকে করতে হবে।
৯) মূল্যায়ন কার্যক্রমে জেলা সম্পাদকগণ জেলার সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি তার জেলার উপজেলা সম্পাদকগণের সাথে এ বিষয়ে যোগাযোগ ও প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
১০) মূল্যায়ণ কেন্দ্রে সংশ্লিষ্ট ইউনিট লিডার, জেলা/উপজেলা কাব ও স্কাউট লিডারকে উপস্থিত রাখতে জেলা সম্পাদকগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন
১১) আগামী ৩১ জুলাই ২০২৩ তারিখের মধ্যে জেলা থেকে চূড়ান্ত তালিকা ও ফরম অঞ্চলে প্রেরণ নিশ্চিত করতে হবে। ৩১ জুলাই ২০২৩ এর পরে কোন তালিকা বা ফরম গ্রহণযোগ্য হবেনা।
বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল এর ২০২২ সনের শাপলা কাব ও প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি।
স্বাক্ষরিত
(মোঃ আবু সাঈদ)
বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল
No comments
Your opinion here...