মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর-শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্বখাতে কর্মরত(১০-২০) গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সৃস্ট পদ,কর্মরত পদ ও শুন্য পদের হালনাগাদ তথ্যাদি প্রদান সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২৭/০৭/২০২৩)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর-শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্বখাতে কর্মরত(১০-২০) গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সৃস্ট পদ,কর্মরত পদ ও শুন্য পদের হালনাগাদ তথ্যাদি প্রদান সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২৭/০৭/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
http://www.dshe.gov.bd
স্মারক নং - 37.০2.০০০০.101.12.003.22 /13340/11
তারিখ : ২৭/০৭/২০২৩ খ্রি,
বিষয় : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরাধীন দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্বখাতে কর্মরত (১০-২০) গ্রেডভুক্ত কর্মকর্তা/কর্মচারীদের সৃষ্ট পদ, কর্মরত পদ ও শূন্য পদের হালনাগাদ তথ্যাদি প্রদান
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়োগ, পদোন্নতি, মন্ত্রণালয়ে তথ্য প্রেরণসহ অন্যান্য প্রশাসনিক কার্যাদি সম্পাদনের লক্ষ্যে অধিদপ্তরাধীন সকল দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠানের জনবলের প্রতিমাসের হালনাগাদ তথ্যাদি আবশ্যক।
বর্ণিতাবস্থায়, অধিদপ্তরাধীন সকল দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্বখাতে কর্মরত (১০-২০) গ্রেডভুক্ত কর্মকর্তা/কর্মচারীদের সৃস্ট পদ, কর্মরত পদ ও শূন্য পদের হালনাগাদ তথ্যাদি আগামী ০৭(সাত) কর্মদিবসের মধ্যে ওয়েবসাইট www.emis.gov.bd- এ HRM মডিউল এর মাধ্যমে প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, স্ব-বেতনে কর্মরত কর্মচারীদের বর্তমানে যে পদে স্ব-বেতনে কর্মরত আছে সেই পদটি শূন্য দেখানো যাবে না।
আরও উল্লেখ্য যে, বর্ণিত তথ্যাদি নিয়মিতভাবে সকল দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে হালনাগাদ করে প্রতিমাসের ০৫(পাঁচ) তারিখের মধ্যে নিম্নোক্ত লিঙ্কে প্রদান করার জন্য অনুরোধ করা হলো।
সংযুক্তি: পিঙ্ক ব্যবহার নির্দেশিকা
ফরমের লিঙ্ক: www.emis.gov.bd/ HRM
স্বাক্ষরিত
(বিপুল চন্দ্র বিশ্বাস)।
উপপরিচালক (সাধারণ প্রশাসন)
ফোন: 02-41052173
No comments
Your opinion here...