ad

২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (২২/০৬/২০২৩)

Views

 


২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (২২/০৬/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
 www.dshe.gov.bd


স্মারক নম্বর: নথি নং 37.02.0000.116.35.010.16 ( (পার্ট-১)/০৫

তারিখ: ২২/০৬/২৩ ইং

বিষয়: বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২২-২৩ এর চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ প্রসঙ্গে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সূচকসমূহের/ সুশাসনমূলক কার্যক্রমসমূহের চূড়ান্ত প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে চুক্তিতে অন্তর্ভূক্ত তাঁর আওতাধীন শাখা/উইং/প্রকল্প/কমিটি সংশ্লিষ্ট কর্মসম্পাদন সূচকসমূহের অগ্রগতির উপযুক্ত প্রমাণকসহ সফটকপি (স্বাক্ষরিত স্ক্যানকপি) ই-মেইলে apa.dshe@gmail.com ঠিকানায় এবং হার্ডকপি ৫২৯ নং কক্ষে (শিক্ষা ভবন ১ম ব্লক) আগামী ০৫-০৭-২০২৩খ্রি. তারিখের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অগ্রগতি প্রতিবেদন প্রেরণের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়ে সদয় দৃষ্টি আকর্ষণ করা হলো- 

ক. অগ্রগতি সংক্রান্ত সকল তথ্য যথাযথ অনুমোদিত ও স্বাক্ষরিত হওয়া আবশ্যক

খ. প্রতিটি সূচকের জন্য পৃথক অগ্রায়নপত্র আব্যশক এবং অগ্রায়নপত্রে সুস্পষ্ঠভাবে প্রান্তিকভিত্তিক অর্জন এবং মোট অর্জন উল্লেখ থাকতে হবে।
গ. প্রতিটি অর্জনের উপযুক্ত প্রমাণক ক্রমিক নং বা সূচক অনুযায়ী স্ক্যান করে সংযুক্ত করা প্রয়োজন 

ঘ. প্রমাণক বিষয়ে স্পষ্টীকরণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ নির্দেশিকা অথবা এপিএ কমিটির সহায়তা নেয়া যেতে পারে


ঙ. প্রমাণক ছাড়া কোন কার্যক্রম অর্জিত হয়নি মর্মে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট শাখা এ জন্য ব্যাখ্যা প্রদান করবে।

স্বাক্ষরিত

 আশেকুল হক

সহকারী পরিচালক (এইচআরএম)

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ,

ঢাকা।





No comments

Please do not enter any spam link in the comment box.

Theme images by fpm. Powered by Blogger.