ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য স্থাপনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা সম্পর্কিত MOPME এর নির্দেশনা। ২৫/০৬/২০২৩ খ্রি.

Views

 


সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য স্থাপনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা সম্পর্কিত MOPME এর নির্দেশনা।
২৫/০৬/২০২৩ খ্রি.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd
নম্বর- 38.০০8.031.00.00.039,2019-293
তারিখঃ ১১ আষাঢ় ১৪৩० ২৫ জুন ২০২৩ বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্পর্কিত।

স্থানীয় সরকার বিভাগের স্মারক নং-46.০০.০০00,107,05.008.23-272, তাং- ১৮/০৬/২০২৩ খ্রি: | উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ এবং দপ্তর/সংস্থার কার্যক্রম পর্যালোচনার নিমিত্ত গত ২২/০৬/২০২৩ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: তাজুল ইসলাম, এমপি এর সভাপতিত্বে ২য় আন্‌ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাননীয় মন্ত্রী এ মর্মে নির্দেশনা প্রদান করেছেন যে, সকল মন্ত্রণালয়/বিভাগ স্বদ্যোগে তাদের অধীনস্থ দপ্তর/সংস্থার আওতাধীন প্রতিষ্ঠানসমূহে মশাবাহিত রোগ বিশেষ করে এডিস মশার প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে এডিস মশার লার্ভা জন্মদান করতে না পারে সেজন্য ঈদ-উল-আযহার ছুটির পূর্বে ও ছুটি পরবর্তী অফিস/বিদ্যালয় খোলার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এমতাবস্থায়, উপরি-উক্ত নির্দেশনার প্রেক্ষিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত


(মো: গোলাম মোস্তফা) সহকারী সচিব ইমেইল- mostofa 0094@gmail.com


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.