ad

পাইলটিং ১৫টি পিটিআই এ পরিমার্জিত ডিপিএড (মৌলিক) প্রশিক্ষণ পরিচালনার জন্য আসন সংখ্যার তথ্য প্রেরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (১১/০৬/২০২৩)

Views

 



পাইলটিং ১৫টি পিটিআই এ পরিমার্জিত ডিপিএড (মৌলিক) প্রশিক্ষণ পরিচালনার জন্য আসন সংখ্যার তথ্য প্রেরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (১১/০৬/২০২৩)


একই তারিখ ও স্মারকে স্থলাভিষিক্ত 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ 

www.dpe.gov.bd


স্মারক নম্বর: 38.01.0000,600,25,005,21.52


তারিখ: ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০

 ১১ জুন 2013


বিষয়: পাইলটিং ১৫টি পিটিআই এ পরিমার্জিত ডিপিএড (মৌলিক) প্রশিক্ষণ পরিচালনার জন্য আসন সংখ্যার তথ্য প্রেরণ।



1) 38.418,00,00,146,2023-54, তারিখ: ১৮ মে ২০২৩।


২) 38.01.0000,600.25.005,21.42, ২৮ মে ২০২৩।


উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ ২ নং পত্রের আলোকে, ১৫টি পাইলোটিং পিটিআই -এ ভর্তির জন্য আসন সংখ্যা নির্ধারণ করে নেপ, ময়মনসিংহে তথ্য প্রেরণ করা হয়। গত ০৭ জুন ২০২৩ তারিখ ডিপিএড স্টিয়ারিং কমিটি এর সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি শ্রেণিতে প্রতি শাখায় সর্বোচ্চ ৩০ জন হারে প্রশিক্ষণার্থী ভর্তি করার সিদ্ধান্ত গৃহীত হয়। কোর্সটি আবাসিক হওয়ায় মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটি এর সিদ্ধান্ত অনুযায়ী ১৫টি পাইলোটিং পিটিআই এ ব্যবহার উপযোগী হোস্টেলের আসন সংখ্যা ও শ্রেণিকক্ষের ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্য পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে নির্দেশক্রমে এতদসঙ্গে প্রেরণ করা হলো।

সংযুক্তি: ০১ (এক) পাতা।


মোঃ মাহবুবুর রহমান বিল্লাহ 

উপপরিচালক (প্রশিক্ষণ)

ফোন: ৫৫০৭৪৮৯১

 ইমেইল: dpedcoursedpe@gmail.com





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.