অর্থ বিতরণ নিয়ে উপবৃত্তি আপডেট
Views
অর্থ বিতরণ নিয়ে উপবৃত্তি আপডেট :
১.জুলাই -ডিসেম্বর /২২ একক,যৌথ সুবিধাভোগীর অর্থ বিতরণ শুরু হয়েছে যা শেষ হতে চলতি জুন মাসের ২৬ তারিখ পর্যন্ত লাগতে পারে। যারা উপবৃত্তির অর্থ পায়নি তারা উক্ত সময়ের মধ্যে পেয়ে যাবেন। আগামী ১২-১৩-১৪ জুন প্রায় ২২ লক্ষ শিক্ষার্থীর টাকা বিতরণ হবে। যৌথ শিক্ষার্থীদের টাকাও বিতরণ করা হয়েছে।
তবে দুই এর অধিক শিক্ষার্থীদের টাকা বিতরণ করা হয়নি, এদের মধ্যে দুইজনের টাকা বিতরণের প্রক্রিয়া গ্রহণ করা হবে।
২. জুলাই-ডিসেম্বর/২০২১ এবং জানুয়ারি-জুন/২০২২ সেশনে যে সকল শিক্ষার্থী টাকা বিতরণের পরে মোবাইল একাউন্টের বিবিধ সমস্যার কারণে (একাউন্ট না খোলা, একাউন্ট বন্ধ থাকা ইত্যাদি) বাংলাদেশ ব্যাংকে পুনরায় ফেরত যাওয়ার কারণে পায়নি তাদের ক্ষেত্রে বকেয়া টাকা পুন:বিতরণের সম্ভাব্য সময় আগস্ট/২০২৩।
৩.ডিসবার্সমেন্ট রিপোর্ট এপ্রিল ২০২৩ মাসে সংযুক্ত হওয়ার কথা থাকলেও অর্থ বছর শেষ হওয়ায় জুলাই/আগস্ট ২০২৩ মাসে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
৪.উপবৃত্তি সংক্রান্ত নগদের বিভিন্ন সমস্যা বিশেষ করে পিন রিসেট, অন্যান্য সেবা সহজীকরণের জন্য শ্রীঘ্রই নগদ কর্তৃপক্ষের সমন্বয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে।
সূত্র:জনাব জিয়াউল কবীর সুমন (শিক্ষা অফিসার)
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
No comments
Your opinion here...