ad

উপবৃত্তি সংক্রান্ত জরুরী নির্দেশনা। (০৯/০৬/২০২৩)

Views

 


উপবৃত্তি সংক্রান্ত জরুরী নির্দেশনা। (০৯/০৬/২০২৩)

জরুরী নোটিশ
কর্তৃপক্ষের পরামর্শ ও নির্দেশক্রমে উপবৃত্তি বিভাগের সকল শিক্ষা অফিসারগণকে জানানো যাচ্ছে যে, PESP MIS Software এর (১) ট্রান্সফার গ্রহণ, (২) চুড়ান্ত নির্বাচন, (৩) শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদকরণ- সংক্রান্ত অপশনসমূহের কার্যাদি নির্ধারিত ৫ ও ৬ জুন ২০২৩ এর মধ্যে শেষ/সম্পন্ন করার কথা ছিল-যা অদ্যাবধি সম্পন্ন হয়নি এবং অগ্রগতি হতাশাব্যঞ্জক। এমতাবস্থায়- এসকল কার্যাদি সম্পন্নে যেসকল উপজেলা উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছে তাদেরকে PESP MIS Software থেকে রিপোর্ট ডাউনলোড করে চিহ্নিত করে সংশ্লিষ্ট UEO/TEO এবং প্রয়োজনে সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে টেলিফোন করে আগামী ১১/০৬/২০২৩খ্রি. তারিখ রবিবার এর মধ্যে Without Fail অনুমোদন পর্যন্ত সম্পন্ন করার তাগিদ দিতে অনুরোধ করা হলো (আজ থেকেই তাগিদ দেয়ার অনুরোধসহ)। বি:দ্র: আগামী ১২/০৬/2023খ্রি তারিখ থেকে চাহিদা অপশন উন্মুক্ত করা হবে। সহকারী পরিচালক, উপবৃত্তি, প্রাশিঅ, 09/06/20২৩খ্রি.।



এ সংক্রান্ত আরোও পড়ুন



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.