উপবৃত্তি আপডেট : (09/06/2023)
Views
উপবৃত্তি আপডেট : (09/06/2023)
#উপবৃত্তি আপডেট :
#এই মূহুর্তে শিক্ষার্থীদের শ্রেণি হালনাগাদ করণের ক্ষেত্রে স্পষ্টিকরণ এবং অবশ্য করণীয়:
#২০২১ শিক্ষাবর্ষের যেসকল শিক্ষার্থীদের কখনোই হালনাগাদ করা হয় নি, শুধুমাত্র সেসকল শিক্ষার্থীদের এই মূহুর্তে হালনাগাদ করতে হবে।
#যেসকল শিক্ষার্থী ২০২২ সালে বিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছে(প্রাক-প্রাথমিক ও অন্য শ্রেণিতে) সেসকল শিক্ষার্থীদেরকেও এই মূহুর্তে হালনাগাদ করা যাবে না।
#সূত্র:জনাব জিয়াউল কবীর সুমন (শিক্ষা অফিসার)
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
জরুরী বিজ্ঞপ্তি
আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, জুলাই-ডিসেম্বর/২০২২ সময়ের উপবৃত্তি বিতরণে PESP MIS Software এর (১) ট্রান্সফার গ্রহণ, (২) চুড়ান্ত নির্বাচন, (৩) শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদকরণ- সংক্রান্ত অপশনসমূহের বকেয়া কার্যাদি নির্ধারিত ৫ ও ৬ জুন ২০২৩ এর মধ্যে শেষ/সম্পন্ন করার কথা ছিল-যা অদ্যাবধি সম্পন্ন হয়নি এবং অগ্রগতি হতাশাব্যঞ্জক।
এমতাবস্থায়- এসকল বকেয়া কার্যাদি আগামী 11/06/2023খ্রি. তারিখ রবিবার এর মধ্যে বিনা ব্যর্থতায় সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষক, এইউইও/এটিইও এবং ইউইও/টিইওগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
বি:দ্র: আগামী ১২/০৬/2023খ্রি তারিখ থেকে চাহিদা অপশন উন্মুক্ত করা হবে।
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ০৯/০৬/২০২৩খ্রি.।
No comments
Your opinion here...