ad

পিডিএস তথ্য হালনাগাদ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৯/০৫/২০২৩)

Views

 


পিডিএস তথ্য হালনাগাদ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৯/০৫/২০২৩) 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর 

বাংলাদেশ, ঢাকা

www.dshe.gov.bd

স্মারক নং- ৩৭.02.0000.১0৬,৯৯,০১০,২৩-৯৬১


তারিখ: ২৬ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ

09 মে 2023 খ্রিস্টাব্দ


বিষয়: পিডিএস তথ্য হালনাগাদ সংক্রান্ত।


উপর্যুক্ত বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক উপপরিচালক এর দপ্তরে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাগণের পিডিএস এর তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পিডিএস হালনাগাদ করণের ক্ষেত্রে করণীয়: শিক্ষক/কর্মকর্তাগণকে তাঁদের পিডিএস হালনাগাদ করার জন্য wwww.emis.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করে নোটিশ বোর্ডে আপলোডকৃত নির্দেশনা মোতাবেক তাঁদের পিডিএস ও প্রতিষ্ঠানভিত্তিক শূণ্য পদের তথ্য হালনাগাদ করতে হবে। এ সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানের জন্য পিডিএস আইডি, নাম, পদবি, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর, ইমেইল এবং সমস্যা উল্লেখপূর্বক pds.dshe.school@gmail.com ঠিকানায় ই-মেইল করতে হবে। আগামী ২৩.০৫.২০২৩ তারিখের মধ্যে পিডিএস হালনাগাদের তথ্য আপলোডের কাজ শেষ করতে হবে। অন্যথায় নির্ধারিত সময়ের মধ্যে তথ্য আপলোডের কাজ শেষ না করলে সংশ্লিষ্ট শিক্ষক/কর্মকর্তা ও অফিস/প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। উল্লেখ্য প্রত্যেক প্রতিষ্ঠানের যাবতীয় আপলোডকৃত তথ্যের সঠিকতা যাচাই করে প্রতিষ্ঠান প্রধান অনুমোদন করবেন।


স্বাক্ষরিত


(দূর্গা রানী সিকদার)


সহকারী পরিচালক (মাধ্যমিক-১) 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.