মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক প্রতিষ্ঠানসমূহের Institutional Self-Assessment Summary (ISAS)-2022 এর ডাটা Online এন্ট্রিকরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা।(০৮/৫/২০২৩)
Views
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক প্রতিষ্ঠানসমূহের Institutional Self-Assessment Summary (ISAS)-2022 এর ডাটা Online এন্ট্রিকরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা।(০৮/৫/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
স্মারক: ৩৭.০২.০০০০.109.50.058.2021 ৪৩৮
তারিখ : 08/05/2023 খ্রি.
বিষয় : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়সমূহের Institutional Self-Assessment Summary (ISAS) - 2022 এর ডাটা Online এন্ট্রিকরণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর তত্ত্বাবধানে মাধ্যমিক বিদ্যালয়সমূহের Institutional Self-Assessment Summary (ISAS) - 2022 সালের প্রাতিষ্ঠানিক স্ব- মূল্যায়ন (ISAS) প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে EMIS ওয়েবসাইটের পিবিএম মডিউলে Online ISAS ডাটা এন্ট্রি কার্যক্রম সম্পন্ন করা প্রয়োজন। উল্লেখ্য, ২০২১ সালের Online ISAS ডাটা এন্ট্রি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
ISAS 2022 এর সময়াবদ্ধ পরিকল্পনা :
প্রয়োজনীয় নির্দেশনাবলী :
(ক) উপজেলা একাডেমিক সুপারভাইজারগণ প্রতিষ্ঠান প্রধানকে Online এ ISAS ডাটা এন্ট্রির কাজে প্রয়োজনীয় সহায়তা করবেন। থানা/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার Online এন্ট্রিকৃত ডাটা উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সংশোধনীর বিষয়টি নিশ্চিত করবেন। জেলা শিক্ষা অফিসের সহকারি প্রোগ্রামার/গবেষণা কর্মকর্তা/সহকারি পরিদর্শক প্রতিষ্ঠান পর্যায়ে এন্ট্রিকৃত ও থানা/উপজেলা পর্যায়ে সংশোধিত Online তথ্যসমূহ যাচাই-বাছাই ও সংশোধনে জেলা শিক্ষা অফিসারগণকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।
(খ) প্রতিষ্ঠান প্রধানগণ ম্যানেজিং কমিটি ও অন্যান্য শিক্ষকদের সাথে আলোচনাপূর্বক www.emis.gov.bd ওয়েবসাইটে IMS মডিউলের User Id (স্ব-স্ব প্রতিষ্ঠানের EIIN No.) ও Password ব্যবহার করে Log in করবেন। PBM মডিউলের ISAS Data Entry (স্ব-মূল্যায়ন) অপশনে Online Data এন্ট্রি সম্পন্ন করে উপজেলায় Submit করবেন। User Id 3 Password জনিত সমস্যার ক্ষেত্রে আঞ্চলিক পর্যায়ে কর্মরত প্রোগ্রামার এবং জেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক কার্যালয়ে কর্মরত সহকারি প্রোগ্রামারগণ এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।
গ) জেলা শিক্ষা অফিসারগণ প্রতিষ্ঠান, থানা/উপজেলা ও জেলা পর্যায়ের বর্ণিত সামগ্রিক কার্যক্রম সমন্বয় করবেন। প্রতিষ্ঠান প্রধানগণ www.emis.gov.bd ওয়েবসাইটের Notice Board এর User Manual-এর ৪ নং ক্রমিকে ISAS Data Entry সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করবেন।
এমতাবস্থায়, মাধ্যমিক বিদ্যালয়সমূহের Institutional Self-Assessment Summary (ISAS) - 2022 এর ডাটা Online এন্ট্রি কার্যক্রম উল্লিখিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(প্রফেসর নেহাল আহমেদ)
মহাপরিচালক
No comments
Your opinion here...