সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ/অফিস ভবন উঁচুকরণ উন্নয়ন কার্যক্রম গ্রহণের লক্ষ্যে তথ্য প্রদান প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (০২/০৫/২৩)।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ/অফিস ভবন উঁচুকরণ উন্নয়ন কার্যক্রম গ্রহণের লক্ষ্যে তথ্য প্রদান প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (০২/০৫/২৩)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.0000. 700 14.015.23.13
তারিখ: ১৯ বৈশাখ ১৪৩০
02 মে 2023
বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ/ অফিস ভবন উঁচুকরণ উন্নয়ন কার্যক্রম গ্রহণের লক্ষ্যে তথ্য প্রদান।
উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন বিষয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। উ প্রকল্পের আওতায় নিম্নেবর্ণিত বিষয়সমূহ গুরুত্বারোপ করা হবে:
ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ব্যবহার উপযোগী করা;
খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বের রাস্তা হতে বিদ্যালয়ের মাঠ কিংবা অন্যান্য অবকাঠামো নিচু হলে কিংবা বর্ষাকালে পানি জমে থাকলে মাটি ভরাটের মাধ্যমে উন্নয়ন করা;
গ) বাউন্ডারী ওয়ালের নীচে মাটি সরে গেলে তা পূরণ করা:
ঘ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের বিভিন্ন অফিসে মাটি ভরাটের প্রয়োজন হলে;
ঙ) স্কুলে যাতায়াতের পথ নিচু হলে এবং বর্ষায় পানি জমে থাকলে তা মাটি ভরাটের মাধ্যমে উন্নয়ন করা হবে। বাস্তবতা যাচাই করে প্রয়োজনীয়তার আলোকে এবং অগ্রাধিকার বিবেচনায় যৌক্তিক তথ্য সংগ্রহপূর্বক কম্পাইল করে নিম্নোক্ত হকে আগামী ১০ মে ২০২৩ তারিখের মধ্যে তথ্য প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:
জেলার নামঃ
বি:দ্রঃ ১. যে সকল স্কুলে বাউন্ডারী ওয়াল রয়েছে সে সকল বিদ্যালয়কে অগ্রাধিকার প্রদান করতে হবে:
২. মাঠ উন্নয়ন করা প্রয়োজন শুধুমাত্র এমন বিদ্যালয়/স্থাপনার তালিকা প্রেরণ করতে হবে;
৩. বিভিন্ন এক্ষোলের অবকাঠামো/মাঠের ছবির হার্ড কপি ও সফট কপি পাঠাতে হবে:
৪. তথ্য প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয়তার অগ্রধিকার বিবেচনা করতে হবে;
৫. তথ্যের হার্ড কপি পরিচালক (পরিকল্পনাউন্নয়ন) বরাবর এবং ইমেইল (niranjanroy69@gmail.com) এ প্রেরণ করতে হবে।
স্বাক্ষরিত
মোহাম্মদ মিজানুর রহমান পরিচালক
ফ্যাক্সঃ ০২-৯০৩৮১২২
No comments
Your opinion here...