Sonali e-wallet এর মাধ্যমে NPSB / QCash Gateway ব্যবহার করে Internet Banking Fund Transfer(IBFT) Outward সার্ভিসের লাইভ অপারেশন চালুকরণ প্রসঙ্গে সোনালী ব্যাংক লিমিটেড আই টি ডিভিশনের নির্দেশনা। (১১/০৫২০২৩)
Sonali e-wallet এর মাধ্যমে NPSB / QCash Gateway ব্যবহার করে Internet Banking Fund Transfer(IBFT) Outward সার্ভিসের লাইভ অপারেশন চালুকরণ প্রসঙ্গে সোনালী ব্যাংক লিমিটেড আই টি ডিভিশনের নির্দেশনা। (১১/০৫২০২৩)
সোনালী ব্যাংক লিমিটেড
Sonali Bank Limited
ইনফরমেশন টেকনোলজি ডিভিশন
(বিজনেস আইটি) প্রধান কার্যালয়, ঢাকা।
উদ্ভাবনী ব্যাংকিং এ আপনার বিশ্বস্ত সঙ্গীয়
নং: এসবিএল/প্রকা/আইটিডি (বিজনেস আইটি)/সফটওয়্যার/৫৩৮ তারিখঃ ১১/০৫/২০২৩
জেনারেল ম্যানেজার
ডেপুটি জেনারেল ম্যানেজার/ ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ)/এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার/ম্যানেজার সকল জেনারেল ম্যানেজার'স অফিস / লোকাল অফিস/ বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা/ রমনা কর্পোরেট শাখা, ঢাকা/সকল প্রিন্সিপাল অফিস/সকল শাখা সোনালী ব্যাংক লিমিটেড
বাংলাদেশ।
বিষয়: Sonali e-wallet এর মাধ্যমে NPSB / QCash Gateway ব্যবহার করে Internet Banking Fund Transfer(IBFT) Outward সার্ভিসের লাইভ অপারেশন চালুকরণ প্রসঙ্গে।
মহোদয়,
শিরোনামোক্ত বিষয়ের সূত্রে জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষীয় সিন্ধান্ত মোতাবেক আগামী ১৪/০৫/২০১৩ তারিখে Sonali e-Wallet এর মাধ্যমে NPSB Q-Cash উভয় payment চ্যানেল ব্যবহার করে IBFT সার্ভিসটির লাইভ অপারেশন কার্যক্রম চালু করা হবে। এই সার্ভিস চালু করা হলে Sonali e-wallet এর ব্যবহারকারীগণ নিম্নোক্ত সুবিধা সমূহ পাবে।
(১) যে কোন ব্যাংকের একাউন্টে তাৎক্ষণিকভাবে টাকা জমা করতে পারবে।
(২) যে কোন ব্যাংকের কার্ডে তাৎক্ষণিকভাবে (24X7) টাকা পাঠাতে পারবে। উল্লেখ্য যে, প্রতিটি IBFT Transaction এর জন্য VAT সহ ১০ (দশ) টাকা চার্জ প্রযোজ্য হবে।
২.০০: এমতাবস্থায়, Sonali e Wallet এর মাধ্যমে IBFT Outward সার্ভিস ব্যবহারের ব্যপারে গ্রাহকদেরকে অবহিতকরণ/উৎসাহিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আপানদেরকে অনুরোধ করা হলো।
আপনাদের বিশ্বস্ত
(মোঃ জহিরুল ইসলাম
ডেপুটি জেনারেল ম্যানেজার
No comments
Your opinion here...