স্ব স্ব ব্যবস্থাপনায় সকল মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (১০/০৫/২০২৩)
Views
স্ব স্ব ব্যবস্থাপনায় সকল মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (১০/০৫/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
স্মারক নং- ৩৭.02.0000.107.99.165.19-1038
তারিখ: ১০/০৫/২০২৩
বিষয়: স্ব স্ব ব্যবস্থাপনায় সকল মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ প্রসঙ্গে।
সূত্র: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং- ৩৭.00.0000.065.29 056.16.122, তারিখ: 26/04/2023
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দেশের যে সকল মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নেই, সে সকল মাধ্যমিক বিদ্যালয়ে অবিলম্বে, স্ব স্ব ব্যবস্থাপনায় শহিদ মিনার নির্মাণ করে তার (শহিদ মিনার) ছবিসহ তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালক-এর মাধ্যমে এ দপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(এস এম জিয়াউল হায়দার হেনরী)
সহকারী পরিচালক (মা.-২)
ফোন: ৪১০৫০১১৮
প্রধান শিক্ষক (সকল)
No comments
Your opinion here...