চাকুরীজীবি হজযাত্রীদের ৪৫ দিন ছুটি মঞ্জুর প্রসঙ্গে MORA ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি। (১০/০৫/২০২৩)
Views
চাকুরীজীবি হজযাত্রীদের ৪৫ দিন ছুটি মঞ্জুর প্রসঙ্গে MORA ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি। (১০/০৫/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ধর্ম বিষয়ক মন্ত্রণালায়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
হজ-১ শাখা
নম্বর ১৬,০০,০০০০,০03.18,010,22.90
তারিখ: ২৭ বৈশাখ ১৪৩০
১০ মে 2023
বিজ্ঞপ্তি
বিষয়: চাকুরিজীবী হজযাত্রীদের ৪৫ দিন ছুটি মঞ্জুর প্রসঙ্গে।
উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০২৩ সনের হজে বাংলাদেশ হতে ১,২২,২২১ জন হজযাত্রী পবিত্র হজে গমন করবেন। আগামী ২০ মে ২০২৩ তারিখ থেকে হজের ফ্লাইট শুরু হবে। বাংলাদেশ হতে এত বিপুল সংখ্যক হজযাত্রীর সৌদি আরবে গমন এবং প্রত্যাগমনের জন্য রাজকীয় সৌদি সরকারের General Authority of Civil Aviation (GACA) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স এই তিনটি এয়ারলাইন্সকে হজযাত্রী পরিবহনের অনুমতি প্রদান করেছে। এই ৩টি এয়ারলাইন্সের এয়ারক্রাফটের সক্ষমতা, হজযাত্রীর সংখ্যা এবং জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অনুকূলে বরাদ্দকৃত স্লটের ভিত্তিতে হজ ফ্লাইট সিডিউল প্রস্তুত করা হয়ে থাকে। হজ ফ্লাইট সিডিউল অনুসারে হজযাত্রীদের হজের সফরের সময় (Duration) নির্ধারণ করা হয়। ফলে একজন হজযাত্রীর হজের জন্য ৪২-৪৫ দিন পর্যন্ত ছুটির প্রয়োজন হয়। সে কারণে চাকুরিজীবী কোন হজযাত্রীকে এর চেয়ে কম সময় ছুটি দিলে বিমানের টিকেট ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হবে এবং এতে হজযাত্রীও সমস্যার সম্মুখীন হবেন।
বর্ণিতাবস্থায়, হজের সফরের বাস্তবতা বিবেচনায় নিয়ে চাকুরিজীবী হজযাত্রীদের অনুকূলে অনূন্য ৪৫ দিন ছুটি মঞ্জুরের জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
আবুল কাশেম মুহাম্মাদ শাহীন
উপসচিব
ফোন: +৮৮-০২-৫৫101118
ফ্যাক্স: +৮৮-০২-৯512286
ইমেইল: hajj_sec1@mora.gov.bd
No comments
Your opinion here...