ad

চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় জেলাসমূহে ঘুর্নিঝড় “মোখা” এর সম্ভাব্য প্রভাবে দুর্যোগ মোকাবিলা এবং জনজীবন ও সরকারী সম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানসহ বিদ্যালয়সমূহে শ্ৰেণী পাঠদান চালু (খোলা বা বন্ধ রাখার বিষয়ে MOPME এর নির্দেশনা। (১৩/০৫/২০২৩)

Views

 


চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় জেলাসমূহে ঘুর্নিঝড় “মোখা” এর সম্ভাব্য প্রভাবে দুর্যোগ মোকাবিলা এবং জনজীবন ও সরকারী সম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানসহ বিদ্যালয়সমূহে শ্ৰেণী পাঠদান চালু (খোলা বা বন্ধ রাখার বিষয়ে MOPME এর নির্দেশনা। (১৩/০৫/২০২৩)

চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় জেলাসমূহে ঘুর্ণিঝড় "মোখা" এর সম্ভাব্য প্রভাবে বিদ্যালয়সমূহে শ্রেণি পাঠদান চালু (খোলা বা বন্ধ) রাখার বিষয়ে নির্দেশনা প্রদান প্রসঙ্গে MOPME এর নির্দেশনা।  (১৩/০৫/২৩)। 

(একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত) 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

 www.dpe.gov.bd


স্মারক নম্বর: 38.01.0000.400.99.030.21.147


তারিখ: ৩০ বৈশাখ ১৪৩০

১৩ মে ২০২৩

বিষয়: চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় জেলাসমূহে ঘুর্নিঝড় “মোখা” এর সম্ভাব্য প্রভাবে দুর্যোগ মোকাবিলা এবং জনজীবন ও সরকারী সম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানসহ বিদ্যালয়সমূহে শ্ৰেণী পাঠদান চালু (খোলা বা বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা প্রদান।


উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আবহাওয়া পূর্বাভাস থেকে জানা যায়, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় জেলাসমূহসহ অন্যান্য জেলাসমূহে ঘুর্নিঝড় “মোখা” এর সম্ভাব্য প্রভাবের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণসহ বিদ্যালয়সমূহে শ্রেণী পাঠদান চালু (খোলা বা বন্ধ) রাখার বিষয়ে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


স্বাক্ষরিত


 নাসরিন সুলতানা 

সহকারী পরিচালক




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.