চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপিও)-এর সাব-কম্পোনেন্ট “যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ” কার্যক্রম এর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩' এবং 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩'-এর ইউনিয়ন/পৌরসভা এবং উপজেলা/থানা পর্যায়ের খেলা পরিচালনার ব্যয় নির্বাহের জন্য উপজেলা/থানা শিক্ষা অফিসসমূহের অনুকূলে বরাদ্দ ও ব্যয় মঞ্জুরী প্রদান সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (২১/০৫/২০২৩)
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপিও)-এর সাব-কম্পোনেন্ট “যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ” কার্যক্রম এর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩' এবং 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩'-এর ইউনিয়ন/পৌরসভা এবং উপজেলা/থানা পর্যায়ের খেলা পরিচালনার ব্যয় নির্বাহের জন্য উপজেলা/থানা শিক্ষা অফিসসমূহের অনুকূলে বরাদ্দ ও ব্যয় মঞ্জুরী প্রদান সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (২১/০৫/২০২৩)
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর বাজেট বরাদ্দ।
** ইউনিয়ন/পৌরসভা পর্যায়ে বরাদ্দ-২৫০০ টাকা
উভয় খেলায় মোট বরাদ্দ-৫০০০ টাকা।
** উপজেলা পর্যায়ে বরাদ্দ-১০,০০০ টাকা।
মোট বরাদ্দ-২০,০০০ টাকা।
** পুরস্কার ক্রয় বাবদ বরাদ্দ(উপজেলা প্রতি)-১৫,০০০ টাকা।
মোট বরাদ্দ- ৩০,০০০ টাকা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
তারিখ: ০৭ জ্যৈষ্ঠ ১৪৩০
২১ মে ২০২৩
স্মারক নং ৩৮.১৫০,১৮০.২৩.০০.০০.৩১.২০১৮- ৮১৭
বিষয় : চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপিও)-এর সাব-কম্পোনেন্ট “যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ” কার্যক্রম এর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩' এবং 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩'-এর ইউনিয়ন/পৌরসভা এবং উপজেলা/থানা পর্যায়ের খেলা পরিচালনার ব্যয় নির্বাহের জন্য উপজেলা/থানা শিক্ষা অফিসসমূহের অনুকূলে বরাদ্দ ও ব্যয় মঞ্জুরী প্রদান।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপির) এর সাব-কম্পোনেন্ট “যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ” কার্যক্রম এর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩' এবং 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩'-এর ইউনিয়ন/পৌরসভা এবং উপজেলা/থানা পর্যায়ের খেলা পরিচালনার ব্যয় নির্বাহকল্পে সংযুক্ত তালিকার উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার অনুকূলে আবর্তক ব্যয় এর আওতায় অনুষ্ঠান/উৎসবাদি খাতের (অর্থনৈতিক কোড ৩২৫৭৩০১) জিওবি এবং আরপিএ (জিওবি) বরাদ্দ হতে সর্বমোট ৫,০৩,২৫,০০০.০০ (পাঁচ কোটি তিন লক্ষ পঁচিশ হাজার) টাকা বরাদ্দ ও ব্যয় করার মঞ্জুরী প্রদান করা হলো।
২। এ ব্যয় ২০২২-২৩ অর্থ বছরের সংশোধিত উন্নয়ন বাজেটের মঞ্জুরী নং ২১, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপিঃ) এর সংস্থা কোড নং ১২৪ এবং হিসাবের খাত ২২৪২৩৭১০০ এর আওতায় সাব-কম্পোনেন্ট "যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ"-এর বরাদ্দ থেকে আবর্তক ব্যয় এর অনুষ্ঠান/উৎসবাদি খাতের ৩২৫৭৩০১ নং অর্থনৈতিক কোড-এর আওতায় বরাদ্দকৃত টাকা হতে নির্বাহ হবে।
অর্থ ব্যয়ের শর্তাবলি :
ক) প্রতিটি ব্যয় এর ক্ষেত্রে মোট বিল এর জিওবি বাবদ ২৫% এবং আরপিএ (জিওবি) বাবদ ৭৫% হিসাবে ব্যয় নির্বাহ করতে হবে।
খ) সরকারি সকল আর্থিক বিধি বিধান অনুসরণপূর্বক অর্থ ব্যয় করতে হবে। কোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
গ) কোন অবস্থায়ই বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলন/বায় এবং অগ্রিম অর্থ উত্তোলন করা যাবে না:
ঘ) এ ব্যয় কোন ক্রমেই নির্ধারিত অর্থনৈতিক কোড ব্যতীত অন্য কোন কোডে ব্যয় করা যাবে না।
ঙ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের নির্দেশনা মোতাবেক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
চ) এ ব্যয়ের যাবতীয় অডিট কার্যক্রম তাঁর দপ্তরে সম্পাদিত হবে বিধায় খরচের সকল ভাউচার তাঁর অফিসে সংরক্ষণ করতে হবে যেন চাহিবা মাত্র প্রদর্শন করা যায়।
ছ) ব্যয় বিবরণী (SOE) বায়ের ৭ (সাত) দিনের মধ্যে অবশ্যই ডিপিই এর ওয়েব বেইজড একাউন্টিং সিস্টেমে এন্ট্রি করতে হবে। অন্যথায় পরবর্তী বরাদ্দ দেয়া সম্ভব হবে না।
জ) প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট/আইটি কর্তন করতে হবে।
8। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেটে ১২৪-১২৪০২-২২৪২৩৭৯০০-১০০০০০ প্রধান কার্যালয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি” এর আওতায় সংশ্লিষ্ট অর্থনৈতিক কোড এ iBAS++ সিস্টেমের মাধ্যমে DDO Authorization প্রক্রিয়ায় বরাদ্দ প্রদান করা হয়েছে এবং উক্ত খাত হতে ব্যয় নির্বাহ করা হবে।
৫। চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার-কে পৃষ্ঠাংকনপূর্বক সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে (প্রয়োজন অনুযায়ী) প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
৬। এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে।
স্বাক্ষরিতঃ
এইচ এম আবুল বাশার
উপপরিচালক (অর্থ)
ফুল
No comments
Your opinion here...