প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর গেজেট।
Views
বৃত্তি পরিচিতি
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর গেজেট।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর-38.01.0000.107.033.001.22.355
তারিখ: ১৬ ফাল্গুন, ১৪২৯০১ মার্চ, ২০২৩
প্রজ্ঞাপন
প্রাথমিক বৃত্তি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্বাহী কমিটির ৩১তম সভার সিদ্ধান্তের আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২২. ৩২৯, তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর ফলাফলের ভিত্তিতে সংযুক্ত বিবরণ অনুযায়ী বৃত্তির জন্য নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ করা হলো। তালিকায় বর্ণিত ছাত্রছাত্রীদের অনুকূলে নিম্নবর্ণিত হার ও শর্ত সাপেক্ষে ১ জানুয়ারি ২০২৩ তারিখ হতে ৩ (তিন) বছরের জন্য প্রাথমিক শিক্ষা ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি নির্ধারণ করা হলো।
১) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে দু' ধরনের বৃত্তি প্রদানের সংস্থান রাখা হয়েছে: (ক) ট্যালেন্টপুল বৃত্তি- ৩৩,০০০টি ও (খ) সাধারণ বৃত্তি - ৪৯,৫০০টি।
(২) ক. উপজেলা/ থানার আওতাধীন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সংখ্যার উপর ভিত্তি করে ট্যালেন্টপুল বৃত্তি নির্ধারণ করা হয়েছে। মেধাক্রম অনুসারে উপজেলা/ থানার মোট বৃত্তি ৫০% ছাত্র ও ৫০% ছাত্রীদের মধ্যে বন্টন করা হয়েছে। অর্থাৎ সকল ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রদানের ক্ষেত্রে ছেলে ও মেয়ের হার অভিন্ন।
খ. ট্যালেন্টপুল বৃত্তি বন্টনের পর প্রতি উপজেলা/ থানার ইউনিয়ন/ওয়ার্ডের (সিটি কর্পোরেশন ও পৌরসভা) তিনজন ছাত্র ও
তিনজন ছাত্রীর মধ্যে মেধানুসারে সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে।
(৩) নির্ধারিত কোটা অনুযায়ী সাধারণ বৃত্তি এবং মেধাক্রম অনুসারে ট্যালেন্টপুল বৃত্তি প্রদান করা হয়েছে। তবে যে ইউনিয়ন/ ওয়ার্ডে যোগ্য ছাত্রী পাওয়া যায়নি সেক্ষেত্রে ছাত্রীর স্থলে ছাত্রকে বৃত্তি প্রদান করা হয়েছে এবং অনুরূপভাবে যেখানে যোগ্য ছাত্র পাওয়া
যায়নি সেক্ষেত্রে ছাত্রের স্থলে ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে। (৪) যে ওয়ার্ডে (পৌরসভা / সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত) যোগ্য ছাত্রছাত্রী পাওয়া যায়নি সেক্ষেত্রে একই উপজেলা/থানার আওতায় যোগ্য ছাত্রছাত্রীদের মধ্যে মেধাক্রম অনুসারে (সাধারণ বৃত্তি) পুন:বন্টনপূর্বক সম্পূরক বৃত্তি দেয়া হয়েছে (তালিকা এতসঙ্গে সংযোজন করা হয়েছে)।
বৃত্তির হার ও মেয়াদ
বৃত্তির শর্তাবলি
(৩) কোন ছাত্রছাত্রী অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না হলে বৃত্তির অর্থ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না। অননুমোদিত শিক্ষা
(১) বৃত্তিধারী ছাত্র/ছাত্রীর সদাচরণ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতি সাপেক্ষে বৃত্তির অর্থ প্রদান করা হবে ;
(২) সকল বৃত্তিধারী বিনা বেতনে যে কোন সরকারি, স্বীকৃতিপ্রাপ্ত বে-সরকারি মাধ্যমিক/ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করবে ;
প্রতিষ্ঠানে অধ্যয়ন কাল পাঠ-বিরতি (ব্রেক অব স্টাডি) হিসেবে গণ্য হবে ;
(৪) ক. বিভিন্ন মেয়াদে রাজস্ব খাতভুক্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ জি-টু-পি (ইএফটি) এর আওতায় শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে অনলাইনে প্রেরণ করা হবে ;
(খ) খ. বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ নির্ধারিত বিল ফরমে সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রতিস্বাক্ষরের পর স্ব স্ব এলাকার সরকারি কোষাগার হতে বৃত্তির টাকা উত্তোলন করে বন্টন করবেন ;
(৫) বৃত্তি সংক্রান্ত অন্যান্য শর্তাবলি সরকারের অনুমোদনক্রমে সময় সময় আরোপিত হতে পারে। এ সরকারি আদেশের অন্তর্ভুক্ত বৃত্তির সংখ্যা, হার ও সময়সীমা শর্ত সাপেক্ষে যে কোন সময় সরকার পরিবর্তন করতে পারে এবং সরকার প্রয়োজন বোধ করলে কোন কারণ দর্শানো ব্যতিরেকে সংশোধন ও বাতিল করতে পারবেন ;
(৬) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মেধাবৃত্তি খাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থের সংস্থান রাখা হয়েছে;
(৭) বরাদ্দকৃত টাকার বিল প্রতি আর্থিক বৎসরের শেষে অর্থাৎ ৩০ জুনের মধ্যে উত্তোলন করতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে উত্তোলন না করলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পুনঃমঞ্জুরী গ্রহণ করে উত্তোলন করা যাবে ;
(৮) সাধারণ বৃত্তি ও সম্পূরক বৃত্তির মধ্যে কোন পার্থক্য নেই এবং
(৯) প্রকাশিত ফলাফলে কোন ধরণের ত্রুটি পরিলক্ষিত হলে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বৃত্তির তালিকা সংশোধন, বাতিল ও পুনর্বণ্টনের ক্ষমতা সংরক্ষণ করেন।
স্বাক্ষরিত
শাহ রেজওয়ান হায়াত
মহাপরিচালক
Rangpur Division
No comments
Your opinion here...