ad

ঔষধ প্রশাসন অধিদপ্তর/স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমতি ছাড়া ভ্যক্সিনেশন প্রোগ্রাম স্কুল, কলেজে না করা সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৮/০৫/২০২৩)

Views

 



ঔষধ প্রশাসন অধিদপ্তর/স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমতি ছাড়া ভ্যক্সিনেশন প্রোগ্রাম স্কুল, কলেজে না করা সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৮/০৫/২০২৩)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd

স্মারক নম্বর: ৩৭.02.0000.107.99.037.20 - ৯৯৫

তারিখ: ০৮/০৫/২০২৩

বিষয়: ঔষধ প্রশাসন অধিদপ্তর/স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমতি ছাড়া ভ্যাক্সিনেশন প্রোগ্রাম স্কুল, কলেজে না করা সংক্রান্ত। 

সুত্রঃ ওষুধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী, ঢাকা-এর স্মারক নং- ডিজিডিএ/প্রশা/৪০-১/৮০(অংশ-১)/২৭৩,

তারিখ: ১৯/০৩/২০২৩

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে Cervarix ভ্যাকসিন (IHuman Papillomavirus Vaccine) পাওয়া গছে। আনরেজিস্টার্ড Gane Vac-B Vaccine (Hapatitis B Vaccine) ভায়াল হতে খালি ভায়ালে আংশিক ভরে Cerverix ভ্যাকসিন এর নকল লেবেল লাগিয়ে একটি নকলবাজ চক্র নকল করছে, যা ১৬/০৩/২০২৩ তারিখে সিআইডি কর্তৃক জব্দ করা হয়েছে। গত ১৮/০৩/২০২৩ তারিখে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাগণ এ.আর. খান ফাউন্ডেশন, দারুস সালাম, মিরপুর, ঢাকায় এ ভ্যাকসিনটি দিয়ে মেয়েদের ভ্যাক্সিনেশন করা হতো তার আলামত পেয়েছে। উল্লেখ্য যে, গাজীপুর জেলায় বিভিন্ন স্কুল, কলেজে নকল ভ্যাকসিনের প্রচারণা করা হয়েছে বলে জানা গেছে।
স্কুল, কলেজে বেসরকারি পর্যায়ে কোন ধরণের ভ্যাক্সিনেশন করার জন্য বলা হলে এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর/ স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমোদন থাকা আবশ্যক।

এমতাবস্থায়, ঔষধ প্রশাসন অধিদপ্তর/স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমোদন ছাড়া এরূপ কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানে না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

সংযুক্তি: বর্ণনা মোতাবেক।

স্বাক্ষরিত

(এস এম জিয়াউল হায়দার হেনরী )

সহকারী পরিচালক (মা.-২)

ফোন: ৪১০৫০১১৮

অধ্যক্ষ/প্রধান শিক্ষক,

(সকল)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.