ad

‘শেখ রাসেল পদক ২০২৩’ এর জন্য আবেদন আহ্বান সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৮/০৫/২০২৩)

Views

 


‘শেখ রাসেল পদক ২০২৩’ এর জন্য আবেদন আহ্বান সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৮/০৫/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর 
বাংলাদেশ, ঢাকা 
www.dshe.gov.bd

স্মারক নং-৩৭.02.0000.109.99.0৫০.১৬ (অংশ-৪)-৯৬

বিষয় : “শেখ রাসেল পদক ২০২৩' এর জন্য আবেদন আহ্বান

তারিখ: 08/05/2023 খ্রি.

সূত্র: (১) 56.04.0000.008.23.033.23.3৪২, তারিখ: ১০ এপ্রিল 2023 খ্রি.

(২) 56.04.0000.008.23.002.23.১৪৮৩, তারিখ: ০২ মে 2023 খ্রি.
উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস' হিসেবে ঘোষণা করেছে। উক্ত দিবস উপলক্ষ্যে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশ শিশু-কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে 'শেখ রাসেল পদক ২০২৩' প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করছে।

২। এমতাবস্থায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর-এর সূত্রস্থ বিজ্ঞপ্তির আলোকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশ শিশু-কিশোর এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ ও উদ্দীপনা যোগানোসহ স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ব্যাপক প্রচার ও আবেদন দাখিলে অনুপ্রাণিত করার নিমিত্ত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি: বর্ণনামতে।

স্বাক্ষরিত

 (মোঃ নুরুল ইসলাম চৌধুরী)

উপপরিচালক (একিউএইউ) 

পরিকল্পনা ও উন্নয়ন

ফোন: +8802-41050282 
ই-মেইলঃ islamchy16@gmail.com




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর
 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা 
www.doict.gov.bd



তারিখ: ২৭ চৈত্র ১৪২৯  ১০ এপ্রিল ২০২৩


বিজ্ঞপ্তি

বিষয়ঃ 'শেখ রাসেল পদক 2023' এর জন্য আবেদন আহ্বান।


স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের অমর স্মৃতি শিক্ষার্থী এবং শিশু-কিশোরদের মধ্যে জাগ্রত রাখার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে 'শেখ রাসেল দিবস' হিসেবে ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে আগামী ১৮ অক্টোবর ২০২৩ দেশব্যাপী 'শেখ রাসেল দিবস' পালিত হবে। উক্ত দিবস উপলক্ষ্যে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে 'শেখ রাসেল পদক ২০২৩' প্রদান করার জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদন দাখিল, যাচাই-বাছাই, মূল্যায়ন ও ঘোষণার তফসিল নিম্নরূপঃ

উল্লিখিত আবেদনের সময়সূচি অনুযায়ী নিম্নোক্ত শর্তাবলী অনুসরণপূর্বক আবেদনপত্র আহ্বান করা যাচ্ছেঃ

১।  www.sheikhrussel.gov.bd' ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রের তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অস্পষ্ট এবং নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে;

২। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় প্রমাণক আবশ্যিকভাবে দাখিল করতে হবে;

৩। পুরস্কার প্রদানের ক্ষেত্রে পূর্ববর্তী সর্বাধিক ০৩ ক্যালেন্ডার বছর অর্থাৎ ২০২০, ২০২১ ও ২০২২ (জানুয়ারি-ডিসেম্বর) এর কর্মকাণ্ড বিবেচনাপূর্বক 'শেখ রাসেল পদক ২০১৩' প্রদান করা হবে;
8. শেখ রাসেল পদক এর কোনো ক্ষেত্রে একবার পুরস্কার প্রাপ্ত হলে, ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠান একই উদ্ভাবন বা অবদানের জন্য পরবর্তীতে আর বিবেচিত হবেন না; 

৫। প্রাতিষ্ঠানিক আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে আবেদন করতে হবে;

৬। আবেদন দাখিলের ক্ষেত্রে 'শেখ রাসেল পদক নীতিমালা ২০২২' অনুসরণ করতে হবে। ৫. ৬.

উক্ত নীতিমালা এবং বিস্তারিত তথ্যের জন্য www.doict.gov.bd. www.ictd.gov.bd এবং
www.sheikhrussel.gov.bd ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

মোঃ মোস্তফা কামাল 
মহাপরিচালক (অতিরিক্ত সচিব)

ফোন: +৮৮০ 241 024072
 ই-মেইল: dg@doict.gov.bd









No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.